স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাবনাময়ী উদ্যোক্তাদের জন্য এই ঋণ সহায়তা কার্যক্রম চালু করতে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৬টি তফসিলি ব্যাংক এবং চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চুক্তি সাক্ষর করেছে সেগুলো হলো- ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক, দি সিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি এবং লংকা বাংলা ফাইন্যান্স।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন গভর্নর ড. আহসান মনসুর।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই এবং বিশেষ কর্মসূচি বিভাগের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন, আর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই বিভাগের প্রধানগণ সই করেন।
নতুন সংশোধিত সার্কুলার অনুযায়ী, স্টার্টআপগুলো এখন ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ও ওয়ার্কিং ক্যাপিটাল উভয় ধরনের ঋণ নিতে পারবে।
অনুষ্ঠানে ৫২টি অংশীদার ব্যাংকের সহযোগিতায় একটি প্রস্তাবিত ইক্যুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠনের বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্টার্ট-আপ খাত কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ব্যবসা গড়ে তোলা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এ সার্কুলারের পরিমার্জন উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি সহজ করবে এবং খাতটির টেকসই বিকাশে সহায়ক হবে।
কমিউনিটি ব্যাংকের স্টার্টআপ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং চুক্তি
এদিকে একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের স্টার্টআপ রিফাইন্যান্স স্কিমের অধীনে অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত পারস্পরিক অংশীদারত্বমূলক এ চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাফিয়া তাজরিয়ান, যুগ্ম পরিচালক মো. নুরুল কাওসার সাঈফ এবং কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইউনাইটেড ফাইন্যান্স ৩৬ বছরেরও বেশি সময় ধরে সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নতুন করপোরেটদের জন্য উদ্ভাবনী ও বাজার উপযোগী আর্থিক সমাধান দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির ২৩টি শাখা রয়েছে ও প্রতিটি জেলায় গ্রাহক উপস্থিতি রয়েছে।
০ টি মন্তব্য