https://powerinai.com/

আপনার মোবাইলে থাকা যে ৪০ অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাচ্ছে।

৪০ অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে

৪০ অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে ৪০ অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে
 

৪০টি অ্যান্ড্রয়েড অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্কেলার থ্রেটল্যাবস যা ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করছে নিয়মিত। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি ‘জোকার’, ‘ফেসস্টেলার’ এবং ‘কপার’ মেলওয়্যারেরও সন্ধান পাওয়া গিয়েছে গুগল প্লে স্টোরে থাকা অ্যাপগুলোতে।

আপনার মোবাইলে থাকা যে ৪০ অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাচ্ছে।


অ্যাপগুলো ডাউনলোড করলেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। এসব তথ্য কাজে লাগিয়ে দূর থেকে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরিসহ বিভিন্ন ভুয়া সেবার নিবন্ধন করে অর্থ সংগ্রহ করে সাইবার অপরাধীরা। অ্যাপগুলো গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে  প্লে স্টোরে জায়গা করে নিয়েছে। ফলে ব্যবহারকারীরাও নিশ্চিন্তে অ্যাপগুলো ব্যবহার করেন।

যে ৪০ অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে যাচ্ছেঃ

  • সিম্পল নোট স্ক্যানার
  • প্রাইভেট মেসেঞ্জার
  • স্মার্ট মেসেজেস
  • টেক্সট ইমোজি এসএমএস
  • ব্লাড প্রেশার চেকার
  • ফানি কি-বোর্ড
  • মেমোরি সাইলেন্ট ক্যামেরা
  • কাস্টম থিমড কি-বোর্ড
  • লাইট মেসেজেস
  • থিমস ফটো কি-বোর্ড
  • ম্যাজিক ফটো এডিটর
  • থিমস চ্যাট মেসেঞ্জার
  • ইনস্ট্যান্ট মেসেঞ্জার
  • ফন্টস ইমোজি কি-বোর্ড
  • মিনি পিডিএফ স্ক্যানার
  • স্মার্ট এসএমএস মেসেজেস
  • পারসোনাল মেসেজ
  • প্রফেশনাল মেসেজেস
  • অল ফটো ট্রান্সলেটর
  • চ্যাট এসএমএস
  • স্মাইল ইমোজি
  • ফন্টস ইমোজি
  • কি-বোর্ড
  • ব্লাড প্রেশার ডায়েরি
  • হাই টেক্সট এসএমএস
  • ইমোজি থিম কি-বোর্ড
  • টেক্সট এসএমএস
  • ক্যামেরা ট্রান্সলেটর
  • সোশ্যাল মেসেজ
  • কুল মেসেজেস
  • কাম মেসেজেস
  • প্রিন্টিং ফটো এডিটর
  • রিচ থিম মেসেজ
  • প্রফেশনাল মেসেজেস
  • ক্ল্যাসিক গেম মেসেঞ্জার
  • প্রাইভেট গেম মেসেজেস
  • ক্রিয়েটিভ ইমোজি কি-বোর্ড
  • স্টাইল মেসেজ
  • অ্যাডভান্সড এসএমএস
  • ওউ ট্রান্সলেটর
  • অল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট

ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম যদিও নিরাপত্তা গবেষকদের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল।  অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা-বিশেষজ্ঞরা।










০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।