এলো শিশুর স্কুলে ভর্তির তথ্যভিত্তিক অ্যাপ
এলো শিশুর স্কুলে ভর্তির তথ্যভিত্তিক অ্যাপ
শেষ হয়েছে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের উন্মুক্ত ডেটার সহজলভ্যতা ও নাগরিক কল্যাণে এর সম্ভাব্য ব্যবহার নিয়ে তথ্যকেন্দ্রিক আয়োজন বাংলাদেশ ওপেন ডেটা সামিট। সম্মেলনের শেষ দিন গত ২৬ অক্টোবর ঘোষণা এসেছে সন্তানকে স্কুলে ভর্তি করানোর ঝক্কি কমাতে সক্ষম ওয়েব অ্যাপ নিয়ে।বাংলাদেশ ওপেন ডেটা সামিটের সমাপনী দিনে নতুন ওয়েব অ্যাপটির ঘোষণা দিয়েছে আয়োজক ডেটাফুল। নভেম্বর মাসেই ওয়েব অ্যাপটি বাজারে উন্মুক্ত করার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।ডেটাভিত্তিক তিনটি বিষয় ছিল ডেটা সামিটের কেন্দ্রে। প্রথম দিনের বিষয় ছিল দেশের উন্মুক্ত ডেটার প্রাপ্যতা বা অ্যাভেইলিবিলিটি। দ্বিতীয় দিনের আলোচনার বিষয়বস্তু ছিল ডেটার অভিগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি। আর শেষ দিনের থিম ছিল জনকল্যাণে উন্মুক্ত ডেটার ব্যবহার।শেষ দিন ওয়েব অ্যাপ্লিকেশনটির ডেমো তুলে ধরেন ডেটাফুলের প্রতিষ্ঠাতা পলাশ দত্ত। ওয়েব অ্যাপটির মাধ্যমে অভিভাবকরা এক ক্লিকে তাদের পছন্দের স্কুল সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন বলে জানান তিনি। পলাশ আরও জানান, সময় ও অর্থ ব্যয় করে একাধিক স্কুলে সশরীরে বারবার যাওয়ার বদলে ওয়েব অ্যাপের মাধ্যমেই একাধিক স্কুলের বিভিন্ন বিষয় তুলনা করে দেখতে পারবেন অভিভাবকরা।অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান। তিন দিনের ডেটা সামিটে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের মধ্যে ছিল এটুআই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ডেভেলপমেন্ট।এর আগে উদ্বোধনী বক্তব্যে এটুআইয়ের ডেটা ইনোভেশন ইকোনমিস্ট কাওসার হোসেন সজীব বলেন, প্রয়োজনীয় ডেটা সঠিক সময়ে বিশ্লেষণ করে কাজে লাগাতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করা সম্ভব। এমন উদ্দেশ্য নিয়েই কাজ করছে এটুআই। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেপুটি ডিরেক্টর (ডেটা ম্যানেজমেন্ট) ও ফোকাল পয়েন্ট অফিসার (এসডিজি সেল) মো: আলমগীর হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রফেসর শাহ মো: আহসান হাবীব, ডেটাফুলের ডেটা কিউরেটর শাকিল আহমেদ প্রমুখ। উদ্বোধনের পর সম্মেলনে উন্মুক্ত ডেটা ও সাংবাদিকতা, উন্মুক্ত ডেটা ও গবেষণা, উন্মুক্ত ডেটা ও পুষ্টি, উন্মুক্ত ডেটা, সাংবাদিকতা ও ফেক নিউজ, ডেটা লিটারেসি।সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমেরিকাভিত্তিক ওপেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং নেপালের ফ্রিডম ফোরামও অতিথি হিসেবে তাদের ডেটাভিত্তিক জনকল্যাণমুখী কাজের ওপর আলোচনা করে।
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য