https://powerinai.com/

ট্রিকস এন্ড ট্রিপস

স্মার্টফোনের সেরা পারফর্মেন্স পেতে যা করণীয়

স্মার্টফোনের সেরা পারফর্মেন্স পেতে যা করণীয় স্মার্টফোনের সেরা পারফর্মেন্স পেতে যা করণীয়
 

আমরা স্মার্টফোন ব্যবহার করতে করতে অনেক সময় ভুলে যাই যে আসলে আমরা হাতে একটা ছোট কমপিউটার নিয়ে ঘুরছি। কমপিটারের পারফরমেন্স ঠিক রাখবার জন্য যেমন আপনাকে নিয়মিত তার পরিচর্যা করতে হয় তেমনি ফোনের পারফরমেন্স ঠিক রাখতেও পরিচর্যা করা প্রয়োজন।  


আপনার ফোন যেমন ইচ্ছা তেমন করে ব্যবহার করলে ফোনটি একদম পুরনো হবার অনেক আগে থেকেই পারফরমেন্স খারাপ হয়ে যেতে পারে। তাই যত্ন নিয়ে ব্যবহার করলে আপনার স্মার্টফোনটি অনেকদিন ধরে সেবা দিতে পারবে। বারবার ফোন পরিবর্তন করা কোনো সমাধান নয়। তাই কীভাবে আপনার ফোনের যত্ন নেবেন এবং পারফরমেন্স ঠিক রাখবেন জেনে নিন এখান থেকে।


ফোনের হার্ডওয়্যারের যত্ন নেবেন যেভাবে


ফোনের দুটি অংশ। একটি তার হার্ডওয়্যার ও আরেকটি সফটওয়্যার। আমাদের পোস্টে প্রথমে ফোনের হার্ডওয়্যারের যত্ন আপনি কীভাবে নিতে পারেন সেটি নিয়ে আলোচনা করবো।


১. ব্যাটারির হেলথ ঠিক রাখতে করণীয়


আপনার ফোন বা অন্য যেকোনো গ্যাজেটের ব্যাটারি কীভাবে কাজ করে এটি সম্পর্কে কিছুটা ধারণা রাখা জরুরি। তাহলে আপনি ব্যাটারিকে সঠিকভাবে ব্যবহার করে এর লাইফ স্প্যান বাড়াতে পারবেন। নিচের কাজগুলো আপনার ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে।


  • অনেক বেশি গরম বা অনেক বেশি ঠান্ডায় ফোন ব্যবহার না করাই ভালো। আপনার ফোনের তাপমাত্রা ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকা উচিত সবসময়।
  • চার্জ দেয়ার সময় ফোন ব্যবহার করা এড়িয়ে চলতে পারলে ভাল, যেহেতু ফোন এসময় গরম হয়ে যায়।
  • তারের মাধ্যমে চার্জ দেয়াই সবথেকে ভালো। ওয়্যারলেস চার্জিংয়ের সময় অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন হয় যা ব্যাটারির জন্য ক্ষতিকর।
  • ফোনে পুরোপুরি চার্জ দেয়া বা পুরোপুরি চার্জ শেষ করে ফেলা উচিত নয়। চার্জ সবসময় ৩০ থেকে ৮০ ভাগের মধ্যে রাখা ভালো। ব্যালেন্স নষ্ট যত বেশি হয় ব্যাটারির স্বাস্থ্য ততই কমতে থাকে।
  • সারা রাত ধরে ফোনে চার্জ দিয়ে রাখাও উচিত নয়। যদিও এটা আহামরি ক্ষতিকর কিছু নয়, তবে এটা দীর্ঘমেয়াদে ফোনের জন্য ভাল নয়।


২. ধূলাবালি এবং পানি হতে দূরে থাকা


ফোনকে ধূলাবালি ও পানি হতে সবসময় দূরে রাখুন। কখনও কখনও ধূলাবালি বা পানি থেকে কোনো ক্ষতি হলে আপনি সাথে সাথে তা বুঝতেও পারবেন না। ধীরে ধীরে এসবের দ্বারা ক্ষতি বুঝতে পারা যায়। কিন্তু ততক্ষণে আর কিছু করার থাকে না।


তবে কিছু ফোনে আইপি৬৮ রেটিং থাকে। এর মানে হলো এসব ফোন পানি ও ধূলাবালিতে সহজে নষ্ট হবে না। কিন্তু এর মানে এই নয় যে এসব ফোন কোনোভাবেই নষ্ট হবে না। বেশি সময় পানিতে থাকলে বা বেশি ধূলা লাগলে এসব ফোনেও সমস্যা হতে পারে। তাই ফোন যেমনই হোক ধূলাবালি ও পানি হতে দূরে রাখাই ভালো।


৩. কেস ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার


কেস ও স্ক্রিন প্রটেক্টর সকল ফোনের জন্যই খুব কম মূল্যে পাওয়া যায়। বিভিন্ন রকম ফ্যাশনেবল কেস আপনার ফোনের সৌন্দর্যও বাড়িয়ে দিতে পারে। অবশ্য অনেকেই কেস ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে চান না ফোন ভারী ও মোটা হয়ে যায় বলে। তবে কেস ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার ভালো একটি অভ্যাস। এতে করে ফোন হাত থেকে পড়ে গেলে সহজেই রক্ষা পায়। তাই এগুলো ব্যবহার করুন ফোনের যত্ন নিতে।


৪. ফোনের ছিদ্রগুলো নিয়মিত পরিষ্কার


ফোনে চারপাশে অনেক ছিদ্র থাকে বিভিন্ন কাজের জন্য। যেমন স্পিকার গ্রিল থাকে সাউন্ড বের হবার জন্য। এছাড়া মাইক্রোফোন, চার্জিং, হেডফোন জ্যাকের জন্যও আলাদা আলাদা ছিদ্র থাকে বিভিন্ন ফোনে। এসব ছিদ্রগুলো নিয়মিত টুথপিক বা সিম ইজেক্টর টুল দিয়ে পরিষ্কার করতে পারেন হালকা ভাবে। তাছাড়া বাজারে অ্যান্টি ডাস্ট প্লাগ নামের টুল পাওয়া যায় ধূলাবালি হতে বাঁচতে। এসবে ময়লা জমে গিয়ে আপনার ফোনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।


৫. স্ক্রিন, ক্যামেরা এবং পাশ পরিষ্কার রাখা


স্ক্রিন, ক্যামেরা ও ফোনের পাশে ফ্রেমগুলো ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায় এবং তা থেকে অনেকরকম সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিদিন অন্তত একবার ফোনের এইসব অংশগুলো পরিষ্কার করা জরুরি।








১ টি মন্তব্য

  • Md Shamim Miah

    Md Shamim Miah

    ২০২২-১২-১২ ১৩:১৯:২৬

    Good



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।