https://powerinai.com/

সাম্প্রতিক তথ্য

ডিজিটাল অভিজ্ঞতা নিতে মুক্তিযোদ্ধা থেকে শিশু সবার আগ্রহ

ডিজিটাল অভিজ্ঞতা নিতে মুক্তিযোদ্ধা থেকে শিশু সবার আগ্রহ ডিজিটাল অভিজ্ঞতা নিতে মুক্তিযোদ্ধা থেকে শিশু সবার আগ্রহ
 

দ্বিতীয় দিনের মতো চলছে ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩। ছুটির দিন হওয়ায় অসংখ্য মানুষ এসেছেন অভিজ্ঞতা নিচ্ছেন ডিজিটাল প্রযুক্তির, জানছেন সর্বাধুনিক সব ফিচার সর্ম্পকে। মেলায় এক্সপিরিয়েন্স জোনে সবচেয়ে বেশি দর্শনার্থীরিা ভিড় করছেন। ভিআর হেডসেটে গেমিং এবং অজানা স্পট ভিজিট করতে পারছেন। রোবটিক্সও প্রদর্শিত হচ্ছে কোন কোন স্টলে। মেলায় অংশ নিয়েছে ৭৭টি স্টল এবং ছোটবড় ৫২টি প্যাভিলিয়ন। এসব স্টলের কোনটি ইন্টারনেট গতি নিয়ে কাজ করে কোনটি ইন্টারনেট ব্রডবেন্ড সেবা দিয়ে থাকে। 


মেলায় ঘুরতে আসা মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো. নুর হোসাইন চেীধুরী বলেন, দেশ স্বাধীন করে একসময় হতাশ হতাম। কিন্তু এখন দেশের এই অভূতপূর্ব উন্নয়ন ও কানেকটিভি দেখে আবার আশার সঞ্চার হচ্ছে মনে।ডিজিটালের মতো সময়মত আমরা স্মার্ট হবো আশা করি। 


চারটি মোবাইল অপারেটর কোম্পানী তাদের ৫জির সাথে যুক্ত অত্যাধুনিক সব সেবা জানাচ্ছে সাধারণ মানুষদের। বাংলালিংকের ডিজিটাল সার্ভিসেস ম্যানেজার আরিফ আল মান্নান বলেন, ”আগে কাভারেজ এবং ফোরজি মাস্টারিং করে তারপর ৫জির দিকে এগিয়ে যাবো। তিনি বলেন, মোবাইল অপারেটরগুলো এখন ওয়ান স্টপ সার্ভিসেসের দিকে যাচ্ছে। কারণ শিক্ষা থেকে শুরু করে চিকিতসা খেলা বিনোদন সবকিছু একস্থান থেকে পেতে চায় মানুষ। এজন্য আমরা বিনির্মাণ করছি সুপার অ্যাপ। 


মেলায় আসা মো. তরিকুল বলেন, জিডিটাল মেলায় এসে ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ভিডিও করেছি। ডাক সেবা আধুনিক সব ফিচার অর্ন্তভুক্ত করেছে। এখন এনালগ চিঠির প্রাপ্তি নিশ্চিতের বিষয়ে প্রাপক ও প্রেরক নোটিফিকেশন পাবেন। যা অভুতপূর্ব। 


ভিআর হেডসেটে গেম খেলে এবং অজানাকে জানার মাধ্যমে আপ্লুত শিশুরা। এক্সপিরিয়েন্স জোনের ৭ বছর বয়সী আরিফ বলে, “সত্যি খুবই ভালো কেটেছে আজকের দিন। ভিআরের মাধ্যমে ডায়নোসর, অজানা দুনিয়া গেম খেলতে পারছি যা দেখতে নতুনের মতো মনে হচ্ছে”। 


ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে চারটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুটি সেমিনার হয়। মিডিয়া বাজারে ৫ম শিল্প বিপ্লব ও ৫জি অবকাঠামো নিয়ে আলোচনা ও করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক প্রবন্ধ উপস্থাপনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব উল আলম। সঞ্চালক ছিলেন এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ।বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন রবির সিইও রাজিব শেঠী, ফাইভার এট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, হুয়াওয়ের প্রধান কারিগরী কর্মকর্তা মা জিয়ান, এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল।


অন্যদিকে, উইন্ডি হলে দ্বিতীয় সেমিনার ছিলো দুর্যোগকালীন সময়ে টেলিযোগাযোগ খাত নিয়ে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিসেস মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, সঞ্চালনা করেছেন এম শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ। আলোচনা করেছেন গ্রামীণফোনের সিই্ও ইয়াসির আজমান, বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আহাম্মদ জুবায়ের আলী এবং সেনাসদরের সিগন্যালস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।