বিজ্ঞাপনটি হঠাৎ প্রদর্শিত হয় এবং একটি জরুরী কাজের সময় পুরো স্ক্রীনটি দখলে নিয়ে নেয়। নির্দিষ্ট সময় অতিবাহিত না হলে প্রায়ই বিজ্ঞাপন বন্ধ করার কোনো বিকল্প থাকে না। তাই বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন ব্লক করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
প্রথমত, কোন অ্যাপটি সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখায় তা খুঁজে বের করুন। একবার পাওয়া গেলে, অ্যাপটি ডিলিট করে দিলেই বিজ্ঞাপনগুলি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ধরনের বিজ্ঞাপন প্রদর্শনকারী কোনো অ্যাপ খুঁজে না পান, তাহলে মেলওয়্যারবাইটস সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে স্ক্যান করে নিন।
এ ধরনের অ্যান্টভাইরাস অ্যাপস স্মার্টফোনে থাকা ক্ষতিকারক স্ক্রিপ্টগুলো খুঁজে বের করবে। আর তাদের ডিলিট করবে। ফলে স্মার্টফোনে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে।
০ টি মন্তব্য