https://powerinai.com/

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অনলাইন কুইজ

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অনলাইন কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী

Cricket World Cup 2023 Cricket World Cup 2023
 

আইসিসি আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ উপলক্ষ্যে কমপিউটার জগৎ এর উদ্যোগে এবং গিগাবাইট (GIGABYTE) এর সৌজন্যে আকর্ষণীয় এক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কমপিউটার জগৎ এরনিউজ পোর্টালে (https://computerjagat.com.bd/)

ওয়ান-ডে ফরম্যাটে(50-over cricket) আয়োজিত এবং টেস্ট খেলুড়ে ১০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্ব ক্রিকেটের সেরাদের এই আসর ৫ই অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৯শে নভেম্বর ২০২৩ পর্যন্ত।

বিশ্বকাপ চলাকালীন পুরোটা সময় জুড়েই চলবে অনলাইন কুইজ প্রতিযোগিতাটি। মোট ৪টি পর্যায়ে বিভক্ত উক্ত কুইজ প্রতিযোগিতায় সর্বমোট ২৫ হাজার টাকার ৩৫টি আকর্ষণীয় পুরস্কার (নগদ অর্থ) বিজয়ীদেরকে প্রদান করা হবে।

এখানে উল্লেখ্য, বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে ১০টি দলই একে-অন্যের সাথে একবার করে খেলবে। অতঃপর পয়েন্টের ভিত্তিতেশীর্ষ ৪টি দল সেমি-ফাইনালে উন্নীত হবে এবং সেমি-ফাইনালের বিজয়ী ২টি দল ১৯শে নভেম্বরের ফাইনালে একে-অন্যের মুখোমুখি হবে

এক নজরে অনলাইন অনলাইন কুইজ প্রতিযোগিতাঃ

টুর্নামেন্টের পর্ব

কুইজ প্রতিযোগিতার পর্ব

পুরস্কার বিজয়ীর সংখ্যা

জন প্রতি পুরস্কারের অর্থ (টাকা)

মোট নগদ পুরস্কার (টাকা)


গ্রুপ পর্ব

প্রথম পর্ব

১০ জন

৫০০

,০০০

দ্বিতীয় পর্ব

১০ জন

৫০০

,০০০

তৃতীয় পর্ব

১০ জন

৫০০

,০০০

সেমি-ফাইনাল ও ফাইনাল

চতুর্থ পর্ব

৫ জন

চ্যাম্পিয়ন- ৪,০০০

১০,০০০

১ম রানার-আপ- ২,০০০

২য় রানার-আপ- ২,০০০

৩য় রানার-আপ- ১,০০০

৪র্থ রানার-আপ- ১,০০০

সর্বমোট

২৫,০০০

 

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের ও বিজয়ী নির্ধারণের জন্য প্রযোজ্য নিয়মাবলীঃ

১। প্রতিটি প্রতিযোগীকে নিজের নাম ও ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে কুইজে অংশ নিতে হবে।
২। নাম ও মোবাইল ফোন নাম্বার না দিলে
, কিংবা ভুল দিলে,অংশগ্রহণকারী প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য হবেন
৩। একজন প্রতিযোগী কুইজের প্রতিটি পর্বে একবার করে মোট ৫ বার অংশ নিতে পারবেন। অর্থাৎ কুইজের নির্দিষ্ট কোন পর্বে একবারের বেশি অংশ নিতে পারবেন না
; যদি কেউ এমন কিছু করেন বা করার চেষ্টা করেন, তাহলে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন।
৪। কুইজে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট হিসেবে একজন প্রতিযোগীর মোট পয়েন্ট নির্ধারণ করা হবে। ভুল উত্তর দেয়া বা কোন প্রশ্নের উত্তর না দেয়ার জন্য কোন পয়েন্ট দেয়া বা কাটা হবে না।
৫। পয়েন্টের ভিত্তিতে প্রতিটি পর্বে নির্দিষ্ট সংখ্যক বিজয়ী নির্ধারণ করা হবে। প্রতিযোগীদের প্রাপ্ত পয়েন্ট সমান হলে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক বিজয়ী নির্বাচন করা হবে।
প্রতিটি পর্বের কুইজ শেষ হবার পর উক্ত পর্বের বিজয়ীদের তালিকা কমপিউটার জগৎ নিউজ পোর্টালে প্রকাশ করা হবে। পরবর্তীতে বিজয়ীদের সাথে ফোনে যোগাযোগ করে পুরস্কারের নগদ অর্থ মোবাইল ব্যাংকিং সেবার (যেমনঃ বিকাশ, নগদ) মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।
ফাইনাল বা পঞ্চম পর্বে বিজয়ীদের (চ্যাম্পিয়ন ও রানার-আপ) নাম টুর্নামেন্ট শেষ হবার পরপরই কমপিউটার জগৎ এর অনলাইন প্ল্যাটফর্মে নিউজ আকারে প্রকাশ করা হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু সম্পর্কে বিজয়ীদেরকে যথাসময়ে অবগত করা হবে। 
কমপিউটার জগৎ পত্রিকার সাথে জড়িত কোন ব্যক্তি এই কুইজ প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন না।
কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো বিষয়ে কমপিউটার জগৎ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 

** অনলাইন কুইজ প্রতিযোগিতার ৩য় পর্বে অংশ নিতে এখনই ক্লিক করুনঃ
https://computerjagat.com.bd/post/3065

* অনলাইন কুইজ প্রতিযোগিতার ২য় পর্বের প্রশ্নসমূহঃ
https://computerjagat.com.bd/post/2906

* অনলাইন কুইজ প্রতিযোগিতার ১ম পর্বের প্রশ্নসমূহঃ
https://computerjagat.com.bd/post/2660








৯ টি মন্তব্য

  • Shimul kumar mondal

    Shimul kumar mondal

    ২০২৩-১০-০৮ ০৭:৩৬:১৫

    ধন্যবাদ

  • Shimul kumar mondal

    Shimul kumar mondal

    ২০২৩-১০-০৮ ০৭:৩৯:৪৭

    এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত

  • Shimul kumar mondal

    Shimul kumar mondal

    ২০২৩-১০-০৮ ০৭:৪০:৪৬

    খুব ভালো

  • Md. Abbas

    Md. Abbas

    ২০২৩-১০-০৮ ১৩:০৪:২৬

    দারুণ এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দিত বোধ করছি।

  • Mahid Molla

    Mahid Molla

    ২০২৩-১০-০৮ ১৪:৫৩:৪২

    Ami win hote chi

  • রমজান

    রমজান

    ২০২৩-১০-০৮ ১৭:৪০:১৭

    আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।

  • Milon Hossain

    Milon Hossain

    ২০২৩-১০-০৯ ০৯:০৭:০১

    কুইচ খেলতে আমি আগ্রহী

  • Sagar

    Sagar

    ২০২৩-১০-২৩ ০৮:৩৬:৩৬

    00

  • রূপালী রানী রায়

    রূপালী রানী রায়

    ২০২৩-১১-১৪ ২২:১০:৩০

    কুইজ খেলে উপহার পেতে খুব ভালো লাগে



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।