কমপিউটার জগৎ এর উদ্যোগে এবং প্রযুক্তি বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড গিগাবাইট
এর সৌজন্যে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট অনলাইন কুইজের ৪র্থ ও শেষ পর্ব শুরু হতে
যাচ্ছে আজ (১৪ই নভেম্বর) থেকে এবং চলবে আগামী ১৯শে নভেম্বর দুপুর ৩টা পর্যন্ত (বাংলাদেশ
সময়)।
অনলাইন কুইজের প্রথম ৩ পর্ব এখন
পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং প্রথম ২ পর্বের মোট ২০ জন বিজয়ীর মাঝে পুরস্কারের অর্থও
বিভিন্ন মোবাইল ফাইন্যান্স সার্ভিসের (যেমনঃ বিকাশ, নগদ ইত্যাদি) মাদ্যমে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। তৃতীয়
পর্বের বিজয়ী নির্বাচনের কাজ বর্তমানে চলছে। গিগাবাইটের সৌজন্যে ৪-পর্বের এই কুইজ
প্রতিযোগিতায় মোট ২৫ হাজার টাকার ৩৫টি আকর্ষণীয় নগদ (ক্যাশ) অর্থ পুরস্কার হিসেবে
রয়েছে।
এবার দেখে নেয়া যাক অনলাইন
কুইজের ৪র্থ ও শেষ পর্বে পুরস্কার হিসেবে ৫ জন বিজয়ী যা পেতে যাচ্ছেনঃ
চ্যাম্পিয়ন- ৪,০০০ টাকা
১ম রানার-আপ- ২,০০০ টাকা
২য় রানার-আপ- ২,০০০ টাকা
৩য় রানার-আপ- ১,০০০ টাকা
৪র্থ রানার-আপ- ১,০০০ টাকা
বিশ্বকাপ ২০২৩’র গ্রুপ পর্বের
খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের নক-আউট
পর্বঃ সেমি-ফাইনাল ও ফাইনাল। প্রথম সেমি-ফাইনালে ১৫ই নভেম্বর (বুধবার) স্বাগতিক
ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দ্বিতীয় সেমি-ফাইনালে ১৬ই নভেম্বর (বৃহস্পতিবার)
৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেমি-ফাইনালের
দুই বিজয়ী দল আগামী ১৯শে নভেম্বর বিশ্বকাপের ফাইনালে একে-অন্যের বিপক্ষে
ট্রফি জয়ের লড়াইয়ে অবতীর্ণ হবে।
অনলাইন কুইজের ৪র্থ
ও শেষ পর্বের প্রশ্নগুলো নিচে গুগোল ফর্মে দেয়া হলো।
** অনলাইন কুইজের ৪র্থ পর্ব চলবেঃ ১৪ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত
(বাংলাদেশ সময় দুপুর ০৩ পর্যন্ত)
** অনলাইন কুইজ সম্পর্কিত
নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন নিচের লিঙ্কেঃ
https://computerjagat.com.bd/post/2649
** অনলাইন
কুইজের ১ম পর্বের বিজয়ী নির্বাচনের লটারির ভিডিও লিঙ্কঃ
https://www.youtube.com/watch?v=yosHRHarjVg
** অনলাইন
কুইজের ২য় পর্বের বিজয়ী নির্বাচনের লটারির ভিডিও লিঙ্কঃ
https://www.youtube.com/watch?v=e5XW4VsaKVE
** অনলাইন কুইজের ৩য় পর্বের
প্রশ্নসমূহঃ
https://computerjagat.com.bd/post/3065
** অনলাইন কুইজের ২য় পর্বের প্রশ্নসমূহঃ
https://computerjagat.com.bd/post/2906
** অনলাইন কুইজের ১ম পর্বের
প্রশ্নমালাঃ
https://computerjagat.com.bd/post/2660
৪ টি মন্তব্য
Parul khan
২০২৩-১১-১৬ ২২:১৩:৩৩এভারের বাংলাদেশ আফগানিস্তানের সাথে খুবই ভালো খেলেছে, বাংলাদেশের প্লেয়ারা যদি আরেকটু ভালো করে খেলতো তাহলে হয় তো আমরাই বিশ্বকাপ জয়ই করতাম ইনশাআল্লাহ আগামিতে হয়তো আমরা পারবো
Likhon Ahammed
২০২৩-১১-১৮ ২১:২১:১৪Done
Musammat Samina
২০২৩-১১-১৯ ১৮:৫৮:৪৯Nice post
Krishon das
২০২৩-১১-১৯ ২০:২৬:২৯Cricket