ক্রিকেটপ্রেমী দর্শকদের বিপুল
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’র আসর।
বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াইকে আরও উপভোগ্য করে তুলতে কমপিউটার জগৎ
এর আয়োজনে এবং গিগাবাইট-এর সৌজন্যে চলছে দারুন এক চলছে অনলাইন কুইজ
প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম পর্বে আমরা বাংলাদেশের ক্রিকেটপ্রিয় দর্শকের অসামান্য
সাড়া পেয়েছি।
মোট পাঁচটি পর্বে বিভক্ত এই
অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রতিটি পর্বেই থাকছে আকর্ষণীয় পুরস্কার (মোবাইল টপ-আপ)।
পুরো টুর্নামেন্ট জুড়ে মোট ২৫ হাজার টাকার ৩৫টি পুরস্কার (মোবাইল টপআপ) ধার্য করা
হয়েছে যেগুলো প্রতিটি পর্ব শেষে ধাপে ধাপে বিজয়ীদের মাঝে প্রদান করা হবে।
আইসিসি আয়োজিত ৫০ ওভারের এই
টুর্নামেন্টে এখন পর্যন্ত গ্রুপ পর্বের ২০টি ম্যাচ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি দলই
৪টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচেই জয় লাভ করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান
করছে নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত।
প্রযুক্তি জগতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড গিগাবাইট এর সৌজন্যে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ (২২শে অক্টোবর, ২০২৩) থেকে এবং চলবে আগামী ২রা নভেম্বর, ২০২৩ রাত ১১টা (বাংলাদেশ সময়) পর্যন্ত। অনলাইন কুইজের দ্বিতীয় পর্বের প্রশ্নমালা নিচে দেয়া হলোঃ
** অনলাইন কুইজ ২য় পর্ব চলবেঃ ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৩ (বাংলাদেশ সময় রাত ১১টা) পর্যন্ত।
** অনলাইন কুইজের ১ম পর্বের লিঙ্কঃ
https://computerjagat.com.bd/post/2660
** কুইজে অংশ নেয়ার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক
করুনঃ
https://computerjagat.com.bd/post/2649
১১ টি মন্তব্য
AlMubin
২০২৩-১০-২২ ২১:২১:৩৩Very good
Mragya Prue Marma
২০২৩-১০-২৩ ০৬:৫১:২৬It's a great initiative
Md jakaria
২০২৩-১০-২৩ ২১:৫০:৩৭Fine
Khadija Akter
২০২৩-১০-২৪ ১১:৫২:৪২চেষ্টা করলাম সঠিক উত্তর দেওয়ার। বাকিটা আল্লাহ ভরসা।
Hajara Amin
২০২৩-১০-২৫ ১০:০৬:৪৭good job
Sha
২০২৩-১০-২৬ ০৭:৫৪:৫৪It's well thanks
md johir
২০২৩-১০-২৬ ০৯:১৫:০৬try korlam
Md. Al Amin
২০২৩-১১-০১ ১৫:৪২:০৫No comments
Test
২০২৩-১১-০২ ১১:২৮:৪৬Test
আসলাম মিয়া
২০২৩-১১-০৩ ১৯:১০:২২কুইজে অংশগ্রহণ করে কোনো দিনও,,পাইনি,,তবুও পাওয়ার চেষ্টা আর কি?
Sefat
২০২৩-১১-০৫ ২০:৩৬:৩৯Allah jeno hoy Inshallah hobe