করোনা মহামারির পর থেকে বিদেশি কোম্পানিগুলো ব্যবসার জন্য ভারতের ওপর তাদের নির্ভরতা বাড়াচ্ছে। স্যামসাং থেকে অ্যাপল, ইতিমধ্যেই উৎপাদন ব্যবস্থা স্থানান্তর করে ভারতে তাদের ডিভাইস তৈরি করা শুরু করেছে। সেক্ষেত্রে দেশে পূজা উৎসবের মৌসুমে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল দেশেই নিজেদের স্মার্টফোন-ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দিয়েছে।
গুগল তাদের বার্ষিক ইভেন্ট 'গুগল ফর ইন্ডিয়া'-এর নবম সংস্করণে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে গুগল পিক্সেল সিরিজের স্মার্টফোন এবং ক্রোমবুক ল্যাপটপগুলি এখন ভারতে তৈরি করা হবে।
ডিভাইস তৈরির পাশাপাশি, গুগল ইউটিউব নিরাপত্তা, গুগল প্লে এবং গুগল ম্যাপ থেকে মেট্রো টিকিট বুকিংয়ের মতো বিষয়গুলিও ঘোষণা করেছে।











০ টি মন্তব্য