https://gocon.live/

সাইবার ড্রিলে চ্যাম্পিয়ন হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টিম

সাইবার ড্রিলে চ্যাম্পিয়ন হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টিম সাইবার ড্রিলে চ্যাম্পিয়ন হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টিম
 

বাংলাদেশ সরকারের জাতীয় কমপিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম BGD e-GOV CIRT এর সার্বিক তত্ত্বাবধানে ২১ অক্টোবর ২০২৩ তারিখ (শনিবার) গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহ এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের অংশগ্রহণে Financial Institute & CIIs Cyber Drill 2023 এর চূড়ান্ত পর্ব Military Institute of Science and Technology (MIST) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

দুইটি ধাপে আয়োজিত এই সাইবার ড্রিল এর প্রাথমিক বাছাই পর্ব গত ০৭ অক্টোবর ২০২৩ তারিখ অনলাইনে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৬৪টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এর মধ্য হতে শীর্ষস্থানীয় ৩০টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়, তন্মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি টিম ২য় স্থান অর্জন করে চূড়ান্ত পর্বে উন্নীত হয়।

২০২০ সালের ১২ ডিসেম্বর থেকে শুরু হয় জাতীয় পর্যায়ের সাইবার ড্রিল। BGD e-GOV CIRT এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এবং সাইবার সক্ষমতা প্রমাণে টেলকো, ব্যাংক, এমএফএস, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়োজিত পেশাদার সাইবার আর্মিদের নিয়ে অনুষ্ঠিত নিয়মিত এই সাইবার ড্রিলে এ বছর সেরাদের সেরা হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দল।


চূড়ান্ত পর্বে শীর্ষস্থান দখল করা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দলের সদস্য ছিলেন দেবাশীষ পাল, ওয়াহিদুর রহমান শিকদার, মেহেদী হাসান ফয়সাল,পঙ্কজ কুমার মণ্ডল এবং মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন। 
শীর্ষ তিন দলের পরে যথাক্রমে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাইবার স্যাভি, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ইউবিএল ঈগল, বাংলাদেশ ব্যাংক সাইবার টিম, শাহজালাল ইসলামি ব্যাংক সাইবার টিম, ঢাকা ব্যাংক লিমিটেডের সাইবার ফোর্স, সোনালী ব্যাংকের টিম হেডস এবং মার্কেন্টাইল ব্যাংকের এমবিএল লিজিওন।

উক্ত সাইবার ড্রিলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং প্রাইম ব্যাংক লিমিটেড। শীর্ষস্থান অর্জনকারী ৩টি প্রতিষ্ঠান ও টিমের নামের তালিকা নিম্নরূপ:

SL

Name of the Team

Name of the Organization

1

UCB

United Commercial Bank PLC

2

Team m0rt!s

First Security Islami Bank PLC

3

PBL Cyber Sentinel

Prime Bank Limited

     







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।