বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট টিম ও ডিবি পুলিশের যৌথ অভিযানে রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া পীরেরবাগ গলি এবং মিরপুর-১ এর আহম্মেদ নগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দসহ ০৩ জন আসামীকে আটক করা হয়।
গত ২১/১০/২০২৩ তারিখে বর্ণিত স্থানসমূহ থেকে ০৬টি ৫১২ পোর্টের সিমবক্স, ০৫টি ল্যাপটপ, ৩২৯০টি টেলিটক সিম, ১৬৪০টি গ্রামীনফোন সিম, ১০০টি এয়ারটেল সিম, ৮৭টি বাংলালিংক সিম, ০১টি সিপিইউ, ০১টি মনিটর, ২১টি মডেম, ০১ টি ০৫ পোর্টের ডেক্সটপ সুইচ, ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তাদের বিরুদ্ধে ২২/১০/২০২৩ তারিখে মিরপুর মডেল থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ৩৫(২)/৫৫(৭)/৭৪ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
০ টি মন্তব্য