https://powerinai.com/

যেভাবে কাজ করে রিভার্স ওয়্যারলেস চার্জিং

যেভাবে কাজ করে রিভার্স ওয়্যারলেস চার্জিং যেভাবে কাজ করে রিভার্স ওয়্যারলেস চার্জিং
 
স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসের চাহিদাও বাড়ছে। এই গ্যাজেটগুলো প্রতিদিনের সঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এসব ডিভাইসের চার্জ ক্ষমতা তুলনামূলকভাবে কম। তাই রিভার্স ওয়্যারলেস চার্জিং সাহায্য করবে যখন কোনো ডিভাইস চার্জ ফুরিয়ে যাবে।

ইয়ারবাডগুলি স্মার্টফোনের মাধ্যমে চার্জ করা যেতে পারে কোনো তার, অ্যাডাপ্টার বা কর্ড ছাড়াই। বাংলাদেশে রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি আগে শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনেই দেখা যেত। কিন্তু সম্প্রতি ইনফিনিক্স নোট ৩০ প্রো লঞ্চের পর এই ফিচারটি আবারও আলোচনায় এসেছে। মধ্য-বাজেট সেলফোনগুলির মধ্যে, ইনফিনিক্স নোট ৩০ প্রো-এ রয়েছে রিভার্স ওয়্যারলেস প্রযুক্তি।

রিভার্স চার্জিং মূলত দ্বিমুখী চার্জিং সার্কিট্রি প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। এই প্রক্রিয়ায় শক্তি উভয় দিকে ভ্রমণ করতে পারে। অর্থাৎ, যখন রিভার্স চার্জিং ফিচার চালু থাকে, তখন ডিভাইসটি শুধু পাওয়ারই পায় না, অন্যান্য ডিভাইসেও পাওয়ার সাপ্লাই করে। আবার, ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি চার্জিং পড থেকে ডিভাইসে শক্তি স্থানান্তর করতে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে। অর্থাৎ, যখন ডিভাইসটি চার্জিং পডে রাখা হয়, তখন শক্তি চুম্বকের মাধ্যমে স্থানান্তরিত হয়।

আজকাল, স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোন, ইয়ারবাডের মতো অনেক পণ্যে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়। তাই রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সম্বলিত স্মার্টফোন থাকলে এই গ্যাজেটগুলোর চার্জ নিয়ে আমাদের অনাকাঙ্ক্ষিত সংকটে পড়তে হবে না।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।