দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। 'স্মার্ট ৮' মডেলের এই ফোনটির পেছনে রয়েছে রিং এলইডি ফ্ল্যাশ লাইট সহ ১৩ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা, ফলে কম আলোতেও ভালো ছবি ও ভিডিও তোলা সম্ভব। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোনটির দাম ১১ হাজার ৪৯৯ টাকা। ইনফিনিক্স বাংলাদেশ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এক্সওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলমান ৬.৬-ইঞ্চি স্ক্রিনের ফোনটি ১.৬ গিগাহার্টজ গতির সাথে ইউনিসকের টি ৬০৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। ১২৮ জিবি স্টোরেজ এবং ৪জিবি র্যামের সাথে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তিও রয়েছে।
একটি ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ, ফোনটিতে ১০ ওয়াটের টাইপ সি চার্জার রয়েছে যাতে আপনাকে চার্জিং নিয়ে চিন্তা করতে হবে না, যাতে আপনি দীর্ঘ সময় ধরে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলতে পারেন। ফোনটি টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, ক্রিস্টাল গ্রিন এবং শাইনি গোল্ড রঙে পাওয়া যাবে।
০ টি মন্তব্য