শিক্ষাঙ্গনে দুই স্বনামধন্য প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি
ইনস্টিটিউট এবং
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মধ্যে
গতকাল এক সমঝোতা স্বাক্ষর
সাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটি
ইনস্টিটিউটের সিইও মনির হোসেন এবং বিএসবি-ক্যামব্রিয়ান
শিক্ষা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি সাক্ষর করেন।
এখন থেকে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের যেকোনো ভবনে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের
তত্ত্বাবধানে- মৌলিক কোডিং ফর জুনিয়রস,
থ্রিডি এনিমেশন ফর জুনিয়রস, রোবটিক্স ফর জুনিয়রস এবং পাইথন ফর জুনিয়রস কোর্সগুলো করতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস কে কামরুল, জেলা গভর্নর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫ এ৩, বাংলাদেশ।
০ টি মন্তব্য