https://powerinai.com/

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে টেলিগ্রাম থকে নির্দিষ্ট অডিও-ভিডিও বার্তা

স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে টেলিগ্রাম থকে নির্দিষ্ট অডিও-ভিডিও বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে টেলিগ্রাম থকে নির্দিষ্ট অডিও-ভিডিও বার্তা
 

নিরাপদে একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নিয়মিত বার্তা, ছবি, অডিও বা ভিডিও আদান-প্রদান করেন অনেকেই। আর তাই ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা বাড়াতে এবার নিজেদের ‘ভিউ ওয়ানস’ সুবিধার পরিধি বাড়িয়েছে টেলিগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে টেলিগ্রাম অ্যাপে আদান-প্রদান করা নির্দিষ্ট অডিও-ভিডিও বার্তা প্রাপক শোনার সঙ্গে সঙ্গেই মুছে যাবে। অর্থাৎ, অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ অডিও-ভিডিও বার্তা প্রাপক শুধু একবারই শুনতে পারবেন।


গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম ‘ভিউ ওয়ানস’ সুবিধা চালু করে টেলিগ্রাম। এত দিন এই সুবিধা কাজে লাগিয়ে শুধু ছবি ও ভিডিও আদান-প্রদান করা যেত। এবার অডিও-ভিডিও বার্তায়ও এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের আদান-প্রদান করা সব তথ্য বর্তমানের তুলনায় আরও বেশি নিরাপদ থাকবে।


নতুন সুবিধা চালুর বিষয়ে খুদে ব্লগ লেখার সাইট এক্সে টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, অডিও এবং ভিডিও—উভয় বার্তাই এখন একবার দেখার জন্য পাঠানো যাবে। এর ফলে একবার চালুর পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ সুবিধা ব্যবহারের জন্য অডিও এবং ভিডিও বার্তা পাঠানোর সময় রেকর্ডিং অপশন চালু করে ‘ভিউ ওয়ানস’ আইকনে ক্লিক করতে হবে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।