কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার সাথে সাথে এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি, এই প্রযুক্তিটি ভুয়া ভিডিও তৈরিতে ব্যবহার করা হচ্ছে, যা 'ডিপফেক' ভিডিও নামে পরিচিত। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া ছাড়াও ভয়েস ব্যবহারের কারণে অনেকেই বুঝতে পারেন না যে এই ভিডিওগুলো ভুয়া। এবার এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও কল করে হংকংয়ের একটি বহুজাতিক কোম্পানি থেকে আড়াই মিলিয়ন মার্কিন ডলার বা ২৭৫ মিলিয়ন টাকা (প্রতি ডলারের বিনিময় হার ১১০ টাকা) চুরি করেছে একদল প্রতারক। হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর মাধ্যমে গত জানুয়ারিতে এই জালিয়াতির ঘটনা ঘটে। এ জন্য প্রথমে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের (সিএফও) নামে হংকংয়ের বহুজাতিক কোম্পানিতে কর্মরত একজন কর্মকর্তাকে একটি ভুয়া ই-মেইল পাঠানো হয়। ই-মেইলে প্রতিষ্ঠানের প্রয়োজনে গোপনে টাকা লেনদেনের নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিকভাবে, ই-মেইল পড়ে কর্মকর্তার সন্দেহ হয়েছিল। কিন্তু ই-মেইল পাওয়ার পর সিএফও এবং অন্য কয়েকজন কর্মকর্তা তাকে ভিডিও কলে টাকা লেনদেনের নির্দেশ দেন। ফলে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। পরে তিনি জানতে পারেন, ভিডিও কলটি ভুয়া এবং তিনি প্রতারিত হয়েছেন।
সিএফও সহ যে সমস্ত নির্বাহীদের ভিডিও কলে কথা বলতে দেখা গেছে তাদের মুখ বা ভিডিওগুলি কৃত্রিমভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এমনকি তাদের কণ্ঠস্বরও নকল করা হয়েছে। এর আগেও অনেকে ডিপফেক করে হয়রানির শিকার হয়েছেন। শুধু তাই নয়, সাইবার অপরাধীরা জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ভুয়া ভিডিও তৈরি করে নানা অপপ্রচার চালাচ্ছে।











০ টি মন্তব্য