https://powerinai.com/

নকিয়ার ফিচার ফোনে খেলা যাবে স্নেক গেম, দেখা যাবে ইউটিউব

নকিয়ার ফিচার ফোনে খেলা যাবে স্নেক গেম, দেখা যাবে ইউটিউব নকিয়ার ফিচার ফোনে খেলা যাবে স্নেক গেম, দেখা যাবে ইউটিউব
 
একসময় নকিয়ার ফিচার ফোনে রাজত্ব ছিল বিশ্বজুড়ে। এই ফোনে চালিয়েছেন আর স্নেক গেম খেলেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না।

ছোটবেলার সেই স্মৃতি ফেরাল নকিয়া। ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি বাজারে নতুন কিপ্যাড ফোন এনেছে। এতে পাবেন জনপ্রিয় স্নেক গেম।

সঙ্গে মিলবে ইউটিউব, ইউপিআই এবং ৪জি কানেক্টিভিটি। ফোনে রয়েছে আরও অনেক ফিচার্স। দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। 

সম্প্রতি বাজারে এসেছে নকিয়া ৩২১০ ফিচার ফোন। এই ফোনে শুধু স্নেক গেম নয়, মিলবে ইউটিউব সাপোর্টও। দুনিয়ায়ে কি হচ্ছে না হচ্ছে তার খবরাখবর থাকবে আপনার হাতের মুঠোয়।

খরচ হবে খুবই সামান্য। তাহলেই পেয়ে যাবেন নকিয়ার নতুন কিপ্যাড ফোন। ডুয়াল সিম সাপোর্ট রয়েছে ফোনে। পাবেন এস৩১০ প্লাস অপারেটিং সিস্টেম এবং ইউনিসক টি১০৭ প্রসেসর।

এতে পাবেন ১২৮ এমবি ব়্যাম এবং ৬৪ এমবি স্টোরেজ। একটি মাইক্রো এসডি কার্ডে স্লটও রয়েছে, যা দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ।
ফোনে পাবেন ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। ফোনে যে ফিচার্সগুলো বেশ চমকপ্রদ তা হল ইউটিউব এবং ইউপিআই সাপোর্ট।

এখন তো ডিজিটাল জমানা। অনলাইন লেনদেনের ক্ষেত্রে এই ফোনের স্ক্যান অ্যান্ড পে ফাংশন ব্যবহার করতে পারেন।

পাশাপাশি ভিডিও ও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবং ইউটিউব মিউজিকের সাপোর্টও পাওয়া যাবে। এতে পাবেন স্নেক গেম, ওয়েদার, নিউজ, ক্রিকেট স্কোর, ২৯৪৮ গেম ইত্যাদি অ্যাপ।

কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ব্লুটুথ ৫.০। এই ধরনের কিপ্যাড ফোনে যে সুবিধাটি অনেকেই চান তা হল রেডিও। নকিয়ার এই হ্যান্ডসেটেও পাবেন এফএম রেডিও এবং এমপি থ্রি প্লেয়ার। 

এছাড়াও মিলবে ৪.৫এমএম হেডফোন জ্যাক এবং ১৪৫০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফাইন এক চার্জে ৯.৮ ঘণ্টা ব্যাকআপ এবং ৪জি কানেকশন পাওয়া যাবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।