ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে সরাসরি সম্প্রচারিত হচ্ছে কোপা আমেরিকা ২০২৪ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশে সফলভাবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের এক্সক্লুসিভ সম্প্রচারের পর টফি এবার ফুটবল অনুরাগীদের বহুল প্রতীক্ষিত কোপা আমেরিকা ২০২৪-এর ফুটবল খেলা দেখার সুযোগ করে দিচ্ছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইস ও স্যামসাং টিভিতে টফি অ্যাপ ব্যবহার করে বাংলাদেশি দর্শকরা টুর্নামেন্টটির সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা প্রিমিয়াম কন্টেন্ট ক্যাটাগরিতে থাকা এই ম্যাচগুলো বেশ কিছু প্যাকেজের অধীনে উপভোগ করতে পারবেন। প্যাকেজগুলো হল ১ দিনের জন্য ২০ টাকা, ৭ দিনের জন্য ৫০ টাকা ও ৯৯ টাকায় ৩০ দিন অথবা সম্পূর্ণ টুর্নামেন্ট।
বাংলালিংক গ্রাহকরা যে কোন বাংলালিংক ডাটা প্যাক কিনে পুরো কোপা আমেরিকার টুর্নামেন্টটি টফিতে ফ্রি উপভোগ করতে পারবেন।
টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “যে কোন মেজর স্পোর্টস ইভেন্ট চলাকালীন সময়ে টফি-তে আমরা দর্শকদের বেস্ট লাইভ স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর ধারাবাহিকতায় দর্শকরা টফিতে সহজেই কোপা আমেরিকা ২০২৪-এর সর্বোচ্চ মানের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
ভবিষ্যতেও আমরা দর্শকদের জন্য আমরা এমন লাইভ স্পোর্টিং ইভেন্টের উচ্চমানের সরাসরি সম্প্রচার চালিয়ে যাব। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে, আইওএস ব্যবহারকারীরা অ্যাপ-স্টোর থেকে ও স্যামসাং টিভি ব্যবহারকারীরা টিজেন অ্যাপ স্টোর থেকে সহজেই টফি ডাউনলোড করে নিতে পারবেন।
০ টি মন্তব্য