https://powerinai.com/

রিসাইকেল বিন

রিসাইকেল বিন

রিসাইকেল বিন রিসাইকেল বিন
 
ওরাকল ডাটাবেজ 10g থেকে রিসাইকেল বিন (Recycle Bin) নামে নতুন ফিচারটি সংযুক্ত হয়েছে। কোনো ডাটাবেজ অবজেক্টকে ড্রপ করা হলে তা রিসাইকেল বিনে জমা হয়। যদি কোনো টেবিল ড্রপ করা হয় তাহলে টেবিলের ডিপেন্ডেন্ট অবজেক্টসমূহও (যেমন ইনডেক্স, কন্সট্রেইন্টস) রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিনে জমাকৃত অবজেক্টটির নাম পরিবর্তিত হয়ে যায়, অবজেক্টটির নামের শুরুতে bin$$ প্রিফিক্স সংযুক্ত হয়। কোনো ইউজার ভুলক্রমে কোনো টেবিল বা ডাটাবেজ অবজেক্ট ড্রপ করে ফেললে রিসাইকেল বিন হতে তা পুনরায় ফিরিয়ে আনা যায়; ফলে ডাটাবেজ রিকভারি করা প্রয়োজন হয় না। রিসাইকেল বিন এনাবল/ডিজ্যাবল করাডিফল্টভাবে রিসাইকেল বিন এনাবল অবস্থায় থাকে। রিসাকেল বিনের কারেন্ট স্ট্যাটাস দেখার কমান্ড প্রদান করা হলোঅথবা,যদি রিসাইকেল বিন ডিজ্যাবল অবস্থায় থাকে তাহলে তা এনাবল করার জন্য নিচের কমান্ড প্রদান করতে হবে। নির্দিষ্ট সেশনের জন্য রিসাইকেল বিন এনাবল করাডাটাবেজের রিসাইকেল বিন এনাবল করা নির্দিষ্ট সেশনের জন্য রিসাইকেল বিন ডিজ্যাবল করার জন্য নিচের কমান্ড প্রদান করতে হবে। নির্দিষ্ট সেশনের জন্য রিসাইকেল বিন ডিজ্যাবল করা ডাটাবেজের রিসাইকেল বিন ডিজ্যাবল করারিসাইকেল বিনের কনটেন্ট প্রদর্শন করাকোনো অবজেক্ট ড্রপ করা হলে তা রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিনে জমাকৃত অবজেক্টসমূহ দেখতে হলে রিসাইকেল বিন কোয়েরি করতে হবে। রিসাইকেল বিন কোয়েরি করার জন্য নিচের কমান্ড প্রদান করতে হবে  SELECT * FROM RECYCLEBIN;   অথবা, SELECT * FROM USER_RECYCLEBIN; অথবা SELECT * FROM DBA_RECYCLEBIN;ড্রপকৃত টেবিলের ইনফরমেশন দেখার জন্য নিম্নরূপ ঝছখ কমান্ড প্রদান করা যায়রিসাইকেল বিনের অবজেক্ট রিস্টোর করারিসাইকেল বিনের অবজেক্টকে রিস্টোর করার জন্য FLASHBACK কমান্ড ব্যবহার করা যায়, যেমন অথবা, FLASHBACK কমান্ড ছাড়াও রিসাইকেল বিনের অবজেক্টকে রিস্টোর করা যায়। যেমন রিসাইকেল বিনের অবজেক্ট পারমানেন্টলি ডিলিট করা  রিসাইকেল বিনের অবজেক্টকে পারমানেন্টভাবে ডিলিট করার জন্য PURGE করতে হয়। অবজেক্টকে PURGE করা হলে তা আর পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়। অবজেক্ট PURGE  করার পদ্ধতি দেখানো হলো







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।