https://powerinai.com/

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের ধারাবাহিকভাবে তৃতীয় অধ্যায়

আমার শিক্ষায় ইন্টারনেট থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা

আমার শিক্ষায় ইন্টারনেট থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমার শিক্ষায় ইন্টারনেট থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা
 

আমার শিক্ষায় ইন্টারনেট থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা


১। কনটেন্ট কী?

ক. প্রতিলিপি খ. তথ্য আধেয় গ. উপাত্ত ঘ. ডেটাবেজ

সঠিক উত্তর : খ


২। ডিজিটাল কনটেন্ট কী আকারে স¤প্র্রচারিত হতে পারে?

ক. এনালগ আকারে খ. এনালগ ফাইল আকারে গ. কমপিউটারের ফাইল আকারে ঘ. ই-লার্নিং প্রক্রিয়ায়

সঠিক উত্তর : গ


৩। ডিজিটাল কনটেন্ট হলো

i. ই-বুক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ

ii. ইনফো গ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি

iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৪। লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোন ধরনের কনটেন্ট?

ক. ই-সেবা খ. কুয়েরি গ. ডিজিটাল কনটেন্ট ঘ. শ্বেতপত্র

সঠিক উত্তর : গ


৫। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যই

ক. ডিজিটাল কনটেন্ট খ. ডিজিটাল লাইব্রেরি গ. এনিমেশন ঘ. ই-বুক

সঠিক উত্তর : ক


৬। নিবন্ধ ও শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?

ক. শব্দ খ. টেক্সট গ. গ্রাফিক্স ঘ. ভিডিও

সঠিক উত্তর : খ


৭। ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন?

ক. শব্দ খ. ইন্টারনেট গ. সংবাদপত্র ঘ. শ্বেতপত্র 

সঠিক উত্তর : খ


৮। ক্যামেরায় তোলা ছবি, ইনফো গ্রাফিক্স, হাতে আঁকা ছবি, এনিমেটেড ছবি ও কার্টুন ছবি কী ধরনের কনটেন্ট?

ক. শব্দ খ. ছবি গ. শ্বেতপত্র ঘ. ভিডিও

সঠিক উত্তর : খ


৯। কমপিউটারে সৃষ্ট সকল ধরনের ছবি কোন ধারার কনটেন্ট?

ক. শব্দ খ. ভিডিও গ. ছবি ঘ. টেক্সট

সঠিক উত্তর : গ


১০। ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?

ক. এনিমেশন খ. শেয়ারিং গ. ওয়েবিনারো ঘ. ভিডিও স্ট্রিমিং

সঠিক উত্তর : ঘ


১১। শব্দ বা অডিও আকারের সকল কনটেন্ট কোন প্রকারের অন্তর্ভুক্ত?

ক. ভিডিও খ. অডিও গ. টেক্সট ঘ. পিকচার

সঠিক উত্তর : খ


১২। নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?

ক. ভিডিও ফাইল খ. অডিও ফাইল গ. লিখিত ফাইল ঘ. কমপিউটারের ফাইল

সঠিক উত্তর : খ


১৩। কোন ধরনের বইয়ে এনিমেশন যুক্ত করা যায়?

ক. পাঠ্যবইয়ে খ. ই-বুকে গ. গল্পের বইয়ে ঘ. বিজ্ঞানের বইয়ে

সঠিক উত্তর : খ


১৪। ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. স্মার্ট ফোন খ. যেকোনো রিডার গ. ল্যান্ড ফোন ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : ক


১৫। কিন্ডল কী?

ক. কমপিউটার গেম খ. ইনফো গ্রাফিক্স গ. ই-বুক রিডার ঘ. কার্টুন

সঠিক উত্তর : গ


১৬। সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : ঘ


১৭। PDF-এর পূর্ণরূপ

ক. Portable Document Format খ. Port Document Format

গ. Portable Documental Formula ঘ. Pen Drawing File 

সঠিক উত্তর : ক


১৮। সম্পূর্ণ বই বা অধ্যায়গুলো একই ফরম্যাটে একসাথে পাওয়া যায় কিসের মাধ্যমে?

ক. pdf খ. bmp গ. gif ঘ. jpg

সঠিক উত্তর : ক


১৯। অনলাইন ই-বুক কোথায় প্রকাশিত হয়?

ক. ওয়েবসাইটে খ. ফেসবুকে গ. কমপিউটারে ঘ. পিডিএফে

সঠিক উত্তর : ক


২০। কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?

ক. HTML খ. DBS গ. Website ঘ. EPUB

সঠিক উত্তর : ঘ


২১। ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণÑ

i. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকা

ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা 

iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. র, ii ও iii

সঠিক উত্তর : ক


২২। ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?

ক. ইনফো গ্রাফিক্সে খ. মুদ্রিত বইয়ের ই-বুকে গ. ওয়েবিনারোতে ঘ. চৌকস ই-বুকে

সঠিক উত্তর : ঘ


২৩। কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়?

ক. স্মার্ট ই-বুকে খ. আইবুক রিডারে গ. ফিল্ডসে ঘ. ই-পাবে

সঠিক উত্তর : ক


২৪। আইবুক কোন কোম্পানির তৈরি?

ক. গুগলের খ. ওপেন কমপিউটার্সের গ. ইয়াহুর ঘ. অ্যামাজনের

সঠিক উত্তর : খ


২৫। ডাউনলোডকৃত ই-বুক অ্যাপস পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. ওয়েবসাইট খ. ল্যান্ডফোন গ. কমপিউটার ঘ. টেলিভিশন

সঠিক উত্তর : গ








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।