https://powerinai.com/

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায় (গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া) থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায় (গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া) থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায় (গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া) থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা
 

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায় (গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া) থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা


১. পাওয়ারপয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর কী ধরনের সফটওয়্যার? 

ক. মাল্টিমিডিয়া খ. সিস্টেম গ. ডেটাবেজ ঘ. হিসাব-নিকাশ

সঠিক উত্তর : ক


২. মাল্টিমিডিয়া প্রকাশ মাধ্যম কয়টি?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : খ


৩. মাল্টিমিডিয়া গঠিত হয়

i. শব্দ 

ii. বর্ণ

iii. চিত্র

কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii  গ. ii ও iii ঘ. i, ii ও iii 

সঠিক উত্তর : ঘ


৪. নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার তিনটি মাধ্যমেই ব্যবহার করা হয়?

ক. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া খ. নন-ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া গ. ইন্টার মাল্টিমিডিয়া ঘ. অ্যাকটিভ মাল্টিমিডিয়া  

সঠিক উত্তর : ক


৫. কোনটিতে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়?

ক. বাজারের হিসাব করতে খ. টিভি দেখতে গ. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে

সঠিক উত্তর : ঘ


৬. মাল্টিমিডিয়ার প্রয়োগ 

i. বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে

ii. মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে 

iii. হিসাবের কাজকে সহজ করেছে

কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii  গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


৭. অ্যানিমেশন হতে পারে

i. চলমান ii. স্থির III. ত্রিমাত্রিক 

কোনটি সঠিক? 

ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III 

সঠিক উত্তর : ঘ


৮. চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত শতকে?

ক. আঠারো খ. উনিশ গ. বিশ ঘ. একুশ

সঠিক উত্তর : খ


৯. চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত সালে?

ক. ১৭৯৫ খ. ১৮৮৫ গ. ১৮৯৫ ঘ. ১৯৯৫

সঠিক উত্তর : গ


১০. মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?

ক. শব্দ খ. কমপিউটার গ. রেডিও ঘ. সিনেমা

সঠিক উত্তর : ঘ


১১. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কমপিউটারের ব্যবহার করা হয় কোন দশকে? 

ক. নব্বই খ. ষাট গ. একুশ ঘ. অষ্টম

সঠিক উত্তর : ক


১২. বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহার হয়?

ক. অ্যানিমেশন খ. ওয়ার্ড গ. ফটোশপ ঘ. বর্ণ

সঠিক উত্তর : ক


১৩. ভিডিও মূলত কী ধরনের গ্রাফিক্স?

ক. স্থির খ. টেক্সট গ. চলমান ঘ. শব্দ

সঠিক উত্তর : গ


১৪. ভিডিও ধারণ, সম্পাদনা এবং সংরক্ষণে ব্যবহার হয় কোন পদ্ধতি?

ক. এনালগ খ. কমার্শিয়াল গ. অ্যানিমেশন ঘ. ডিজিটাল

সঠিক উত্তর : ঘ


১৫. কোন চিত্রটি দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হতে পারে?

ক. অডিও খ. অ্যানিমেশন গ. বর্ণ ঘ. সফটওয়্যার 

সঠিক উত্তর : খ


১৬. সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ক. এনালগ খ. ডিজিটাল গ. শব্দ ঘ. অ্যানিমেশন

সঠিক উত্তর : খ


১৭. বিজয় শিশু শিক্ষা, অবসর, বাংলাদেশ ৭১ কী ধরনের সফটওয়্যার?

ক. মাল্টিমিডিয়া খ. অপারেটিং গ. ভিডিও ঘ. অ্যাপ্লিকেশন

সঠিক উত্তর : ক


১৮. ফটোশপ, থ্রিডি ম্যাক্স, ফ্লাশ ও মায়া কী ধরনের সফটওয়্যার? 

ক. ফটোশপ খ. অ্যাপ্লিকেশন গ. তথ্য উপস্থাপনার ঘ. গ্রাফিক্স 

সঠিক উত্তর : ঘ


১৯. গ্রাফিক্স সফটওয়্যারসমূহ কিসের ভিত্তিতে ভিন্ন হয়?

ক. প্রোগ্রামারের খ. ব্যবহারের যন্ত্রের গ. কাজের ঘ. অ্যাপ্লিকেশনের

সঠিক উত্তর : গ


২০. ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার? 

ক. অথরিং খ. লেখালেখির গ. ডেটাবেজ ঘ. কথা বলার

সঠিক উত্তর : ক


২১. অথরিং সফটওয়্যারসমূহ কী ধরনের হয়?

ক. শক্তিশালী খ. দুর্বল গ. জটিল ঘ. মুদ্রণ ও প্রকাশনা সংশ্লিষ্ট

সঠিক উত্তর : ক


২২. কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্ট তৈরি করা যায়? 

ক. অথরিং খ. ডেটাবেজ গ. ফটোশপ ঘ. পাওয়ারপয়েন্ট

সঠিক উত্তর : ঘ


২৩. পাওয়ারপয়েন্টে ফাইলকে বলা হয়Ñ

ক. সফটওয়্যার খ. প্রেজেন্টেশন গ. হ্যান্ড আউট ঘ. ¯øাইড

সঠিক উত্তর : খ


২৪. পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খোলার জন্যÑ

i. Start  বোতামে যেতে হবে

ii. New বোতামে চাপতে হবে 

iii. মাইক্রোসফট অফিস মেনুতে যেতে হবে

কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ


২৫. পাওয়ারপয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?

ক. তথ্য পাঠানো খ. তথ্য সংরক্ষণ গ. লেখালেখি করা ঘ. তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন

সঠিক উত্তর : ঘ








১ টি মন্তব্য

  • helal) uddin

    helal) uddin

    ২০২৩-০৯-০৩ ১২:৫৬:১১

    Val9



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।