https://powerinai.com/

হার্ডওয়্যার

সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি

সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি
 

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ের ব্যবহারিক সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি নিয়ে আলোচনা


এপ্রিল সংখ্যা থেকে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক অংশ নিয়ে আলোচনা শুরু করছি। এখন থেকে প্রতি মাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি করে পৃষ্ঠা বরাদ্দ রাখা হয়েছে। তোমরা এখন যারা নবম ও দশম শ্রেণিতে পড়ছ, তাদের জন্য ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয় হিসেবে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নম্বর বণ্টন হবে নিমণরূপ- বহুনির্বাচনি প্রশ্ন ২৫ ও ব্যবহারিক ২৫। ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১। ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বরের মধ্যে কার্যক্রম-৫, ফলাফল উপস্থাপন-১২ (প্রক্রিয়া অনুসরণ-৪, ব্যাখ্যা-৪, ফলাফল-৪), মৌখিক অভীক্ষা-৫, নোটবুক-৩।দ্বিতীয় অধ্যায় থেকে সফটওয়্যার ইনস্টলেশন পদ্ধতি আলোচনা করা হলো


যেকোনো একটি সফটওয়্যার ইনস্টলেশনের নমুনা হিসেবে এখানে VLC Media Player Software ইনস্টলেশন প্রক্রিয়া দেখানো হলো। কাজটি সস্পন্ন করার জন্য এখানে vlc-1.1.9-win32 সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি দেখানো হলো।


০১. যে ড্রাইভে বা ডিভিডি বা সিডিতে vlc-1.1.9-win32 সফটওয়্যারটি আছে সেখানে ওই সফটওয়্যারে ডাবল ক্লিক করতে হবে। ফলে নিমণরূপ ডায়ালগ বক্স দেখা যাবে।


০২. ডায়ালগ বক্সের Ok বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনে নিমণরূপ ডায়ালগ বক্স দেখা যাবে।


০৩. ডায়ালগ বক্সের Next> বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনে নিমণরূপ ডায়ালগ বক্স দেখা যাবে।


০৪. এরপর Next> বাটনে ক্লিক করতে হবে। নিমণরূপ ডায়ালগ বক্স দেখা যাবে।


০৫. আবার Next> বাটনে ক্লিক করতে হবে। নিমণরূপ ডায়ালগ বক্স দেখা যাবে।


০৬. Install বাটনে ক্লিক করতে হবে। নিমণরূপ ডায়ালগ বক্স দেখা যাবে।


০৭. Next> বাটনে ক্লিক করতে হবে। নিচের ডায়ালগ বক্স দেখা যাবে।


০৮. Next> বাটনে ক্লিক করতে হবে। নিচের ডায়ালগ বক্স দেখা যাবে।


০৯. Finish বাটনে ক্লিক করতে হবে। তাহলেই VLC Media Player Software ইনস্টল হয়ে যাবে।








১ টি মন্তব্য

  • Labebul islam alif

    Labebul islam alif

    ২০২৪-০২-১১ ২০:১১:৩৫

    আনেক ধন্যবাদ। আপনাদের লিখা অনেক সন্দর হয়েছে



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।