https://www.brandellaltd.com/

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

কমপিউটার ও কমপিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

কমপিউটার ও কমপিউটার ব্যবহারকারীর নিরাপত্তা কমপিউটার ও কমপিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
 

কমপিউটার ও কমপিউটার ব্যবহারকারীর নিরাপত্তা


২৬। বর্তমানে বেশির ভাগ কমপিউটারে ব্যবহার করা হয় মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম, যার নাম হলো

ক. উইন্ডোজ খ. ডস গ. লিনআক্স ঘ. ইউনিক্স

সঠিক উত্তর : ক


২৭। সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?

ক. Restart খ Auto run গ. Read me ঘ. Setup

সঠিক উত্তর : খ


২৮। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে

i. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি-না  ii. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি-না 

iii. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি-না

নিচের কোনটি সঠিক? 

ক.  i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


২৯। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?

ক. হালনাগাদ খ. নতুন তৈরি গ. রিপেয়ার ঘ. আনইনস্টল

সঠিক উত্তর : ক


* নিচের উদ্দীপকটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও :

প্রমা এক বছর আগে একটি কমপিউটার কিনেছিল। এক বছর যেতে না যেতেই কমপিউটারটির গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য সে ভীষণ চিন্তায় পড়ে গেল। প্রমার বান্ধবী তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কমপিউটারের গতি বাড়ানোর পরামর্শ দিল।


৩০। প্রমার বান্ধবী তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল?

ক. এমএস ডস খ. এমএস ওয়ার্ড গ. ডিস্ক ক্লিনআপ ঘ. উইন্ডোজ

সঠিক উত্তর : গ


৩১। কমপিউটারের গতি কমে যাওয়ার কারণ হলো

i. টেম্পোরারি ফাইল ii. ভাইরাস iii. কমপিউটারটি পুরাতন হয়ে গেছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


* নিচের উদ্দীপকটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও :

বিপ্লব সাহেব আইডিবি কমপিউটার মার্কেট থেকে একটি অ্যান্টিভাইরাসের সিডি কিনলেন। এখন তিনি স্বাচ্ছন্দ্যে কমপিউটার ব্যবহার করতে পারে।


৩২। বিপ্লব সাহেব কেন সিডিটি কিনলেন?

ক. এটি তার খুব প্রিয় সিডি খ. কারণ তিনি কমপিউটার ব্যবহার করেন

গ. কমপিউটারে ইন্টারনেট চালানোর জন্য ঘ. কমপিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য

সঠিক উত্তর : ঘ


৩৩। বিপ্লব সাহেব সফটওয়্যারটি ব্যবহারে যে উপকার পাবেন

i.  টেম্পোরারি ফাইল তৈরিতে সহযোগিতা করবে ii. কমপিউটারের গতি বেড়ে যাবে iii. ভাইরাস নির্মূল হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


৩৪। আইসিটি যন্ত্রগুলো মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়?

ক. হার্ডওয়্যার খ. বিদ্যুৎ গ. সফটওয়্যার ঘ. ব্যবহারকারী

সঠিক উত্তর : গ


৩৫। সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে অবশ্যই কী করতে হবে?

ক. কিনতে হবে খ. ডাউনলোড করতে হবে গ. ইনস্টল করতে হবে ঘ. আনইনস্টল করতে হবে

সঠিক উত্তর : গ


৩৬। কমপিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়?

ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার গ. মিডিয়া প্লেয়ার ঘ. ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার

সঠিক উত্তর : ক


৩৭। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটি কীরূপ? 

ক. সহজ খ. সময়সাপেক্ষ গ. জটিল ঘ. ইনস্টল করা খুবই সহজ

সঠিক উত্তর : গ


৩৮। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে সবচেয়ে বেশি কোনটির প্রয়োজন হয়?

ক. জ্ঞান খ. সফটওয়্যার গ. কমপিউটার ঘ. দক্ষতা

সঠিক উত্তর : ঘ


৩৯। কোন যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করা সম্ভব?

ক. কমপিউটার খ. স্মার্টফোন গ. ট্যাবলেট ঘ. সবগুলো

সঠিক উত্তর : ঘ


৪০। অপারেটিং সিস্টেম সফটওয়্যারের অন্য নাম হলো

ক. প্রোগ্রামিং খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার গ. সিস্টেম সফটওয়্যার ঘ. ডেটাবেজ

সঠিক উত্তর : গ


৪১। অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ

ক. পরিচালনা করা খ. লেখালেখি করা গ. হিসাব করা ঘ. ব্যবস্থাপনা

সঠিক উত্তর : ঘ


৪২। ডিজিটাল কপির অপর নাম কী?

ক. ডিজিট কপি খ. প্রোগ্রামিং কপি গ. সফট কপি ঘ. হার্ড কপি

সঠিক উত্তর : গ


৪৩। সফটওয়্যারের ডিজিটাল কপি কোথায় পাওয়া যায়?

ক. রেডিওতে খ. ইন্টারনেটে গ. টেলিভিশনে ঘ. কমপিউটারে

সঠিক উত্তর : খ


৪৪। সফটওয়্যারের সফট কপি কীভাবে পাওয়া যেতে পারে?

ক. CD আকারে খ. DVD আকারে গ. পেনড্রাইভে ঘ. সবগুলো

সঠিক উত্তর : ঘ


৪৫। সফটওয়্যারের ডিজিটাল কপি পাওয়া যায়

i. কন্ট্রোল প্যানেলে ii. সিডি আকারে iii. ইন্টারনেটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


৪৬। প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি?

ক. reopen খ. Save গ. restart ঘ. Auto run

সঠিক উত্তর : গ


৪৭। সফটওয়্যার ইনস্টল করার জন্য কোন ধাপটি অনুসরণ করতে হয়?

ক. Restart করা খ. setup ফাইলে ক্লিক করা গ. ইন্টারনেট সংযোগ দেওয়া ঘ. control panel-এ প্রবেশ করা

সঠিক উত্তর : খ


৪৮। সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে?

ক. উইন্ডোজ বাটনে খ. আনইনস্টল প্রোগ্রামে গ. কন্ট্রোল প্যানেলে ঘ. সেটিংসে

সঠিক উত্তর : গ


৪৯। কখন সফটওয়্যার delete করার প্রয়োজন হয়?

ক. যখন সফটওয়্যারটি প্রয়োজন হয় না খ. যখন uninstall-এর মাধ্যমে সফটওয়্যারটি সম্পূর্ণ মুছে ফেলা যায় না

গ. যখন install করার দরকার হয় ঘ. যখন পুনরায় install করার প্রয়োজন হয়

সঠিক উত্তর : খ


৫০। Run কমান্ড চালু করতে কীবোর্ড কমান্ড কোনটি?

ক. Window + R  খ. Windows + B  গ. Windows + C  ঘ. Windows + D

সঠিক উত্তর : ক


ফিডব্যাক : [email protected]








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।