https://gocon.live/

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
 

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ


১। কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

ক. ১৭৯১ খ. ১৮১৫ গ. ১৮৭১ ঘ. ১৯৯১

সঠিক উত্তর : ঘ


২। কবি লর্ড বায়রনের কন্যার নাম কী?

ক. ম্যাক্সওয়েল খ. সেরেনা উইলিয়ামস গ. অ্যাডা লাভলেস ঘ. লেডিলাগা

সঠিক উত্তর : গ


৩। কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

ক. ১৮১৫ খ. ১৮৩৩ গ. ১৮৪২ ঘ. ১৮৫২

সঠিক উত্তর : খ


৪। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. স্টিভ জবস খ. চার্লস ব্যাবেজ গ. অ্যাডা লাভলেস ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর : গ


৫। কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. ১৭৯১ খ. ১৮১৫ গ. ১৮৪২ ঘ. ১৮৭১

সঠিক উত্তর : গ


৬। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

ক. কমপিউটার খ. ইংরেজি গ. বিজ্ঞান ও গণিত ঘ. সাহিত্য

সঠিক উত্তর : গ


৭। অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

ক. ৫০ খ. ৬০ গ. ১০০ ঘ. ১১০ 

সঠিক উত্তর : ?


৮। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

ক. চার্লস ব্যাবেজ খ. বিল গেটস গ. অ্যাডা লাভলেস ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর : গ


৯। কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

ক. অ্যাডা লাভলেস খ. লর্ড বায়রন গ. স্টিভ জবস ঘ. চার্লস ব্যাবেজ

সঠিক উত্তর : ক


১০। যারা তথ্যপ্রযুক্তির বিকাশে ভ‚মিকা রেখেছেন

i. চার্লস ব্যাবেজ

ii. লর্ড বায়রন

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii

সঠিক উত্তর : খ


১১। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল খ. স্টিভ জবস গ. গুগলিয়েলমো মার্কনি ঘ. জগদীশ চন্দ্র বসু

সঠিক উত্তর : ক


১২। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?

ক. লর্ড বায়রন খ. ম্যাক্সওয়েল গ. মার্কনি ঘ. জগদীশ চন্দ্র বসু

সঠিক উত্তর : ঘ


১৩। জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন?

ক অতিদীর্ঘ তরঙ্গ খ. অতিক্ষুদ্র তরঙ্গ গ. ওয়াইফাই ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : খ


১৪। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক. ১৮৫২ খ. ১৮৭১ গ. ১৮৯৫ ঘ. ১৯৫৩

সঠিক উত্তর : গ


১৫। গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

ক. নিউজিল্যান্ড খ. মেক্সিকো গ. ইতালি ঘ. জার্মানি

সঠিক উত্তর : গ


১৬। এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ খ. অতিদীর্ঘ তরঙ্গ গ. আণবিক শক্তি ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : ক


১৭। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক

ii. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন

iii. বিনা তারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii

সঠিক উত্তর : গ


১৮। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন

ক. বিজ্ঞানী খ. চিকিৎসক গ. প্রোগ্রামার ঘ. গণিতবিদ

সঠিক উত্তর : গ


১৯। সর্বপ্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?

ক. জেমস ক্লার্ক খ. অ্যাডা লাভলেস গ মার্ক জাকারবার্গ ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন

সঠিক উত্তর : ঘ


২০। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? 

ক. আমেরিকা খ. জাপান গ. ভারত ঘ. জার্মানি

সঠিক উত্তর : ক


২১। কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৮২ ঘ. ১৯৯৫ 

সঠিক উত্তর : ক


২২। একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তিত্ব

i. গুগলিয়েলমো মার্কনি

ii. জগদীশ চন্দ্র বসু

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


২৩। মাইক্রোপ্রসেসরের আবিষ্কার কত সালে?  

ক. ১৯৬০ খ. ১৯৬৪ গ. ১৯৭১ ঘ. ১৯৮০

সঠিক উত্তর : গ


২৪। আইবিএম কোম্পানির তৈরি প্রথম কমপিউটারের নাম

ক. মাইক্রো খ. মিনিফ্রেম গ. মেইনফ্রেম ঘ. ম্যাক্রো

সঠিক উত্তর : গ


২৫। কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?

ক. পঞ্চাশের দশকে খ. ষাট-সত্তরের দশকে গ. ষাট-আশির দশকে ঘ. একুশ শতকে

সঠিক উত্তর : খ

ফিডব্যাক : [email protected]








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।