মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ


১। কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

ক. ১৭৯১ খ. ১৮১৫ গ. ১৮৭১ ঘ. ১৯৯১

সঠিক উত্তর : ঘ


২। কবি লর্ড বায়রনের কন্যার নাম কী?

ক. ম্যাক্সওয়েল খ. সেরেনা উইলিয়ামস গ. অ্যাডা লাভলেস ঘ. লেডিলাগা

সঠিক উত্তর : গ


৩। কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

ক. ১৮১৫ খ. ১৮৩৩ গ. ১৮৪২ ঘ. ১৮৫২

সঠিক উত্তর : খ


৪। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. স্টিভ জবস খ. চার্লস ব্যাবেজ গ. অ্যাডা লাভলেস ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর : গ


৫। কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. ১৭৯১ খ. ১৮১৫ গ. ১৮৪২ ঘ. ১৮৭১

সঠিক উত্তর : গ


৬। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

ক. কমপিউটার খ. ইংরেজি গ. বিজ্ঞান ও গণিত ঘ. সাহিত্য

সঠিক উত্তর : গ


৭। অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

ক. ৫০ খ. ৬০ গ. ১০০ ঘ. ১১০ 

সঠিক উত্তর : ?


৮। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

ক. চার্লস ব্যাবেজ খ. বিল গেটস গ. অ্যাডা লাভলেস ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর : গ


৯। কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

ক. অ্যাডা লাভলেস খ. লর্ড বায়রন গ. স্টিভ জবস ঘ. চার্লস ব্যাবেজ

সঠিক উত্তর : ক


১০। যারা তথ্যপ্রযুক্তির বিকাশে ভ‚মিকা রেখেছেন

i. চার্লস ব্যাবেজ

ii. লর্ড বায়রন

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii

সঠিক উত্তর : খ


১১। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল খ. স্টিভ জবস গ. গুগলিয়েলমো মার্কনি ঘ. জগদীশ চন্দ্র বসু

সঠিক উত্তর : ক


১২। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?

ক. লর্ড বায়রন খ. ম্যাক্সওয়েল গ. মার্কনি ঘ. জগদীশ চন্দ্র বসু

সঠিক উত্তর : ঘ


১৩। জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন?

ক অতিদীর্ঘ তরঙ্গ খ. অতিক্ষুদ্র তরঙ্গ গ. ওয়াইফাই ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : খ


১৪। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক. ১৮৫২ খ. ১৮৭১ গ. ১৮৯৫ ঘ. ১৯৫৩

সঠিক উত্তর : গ


১৫। গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

ক. নিউজিল্যান্ড খ. মেক্সিকো গ. ইতালি ঘ. জার্মানি

সঠিক উত্তর : গ


১৬। এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ খ. অতিদীর্ঘ তরঙ্গ গ. আণবিক শক্তি ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : ক


১৭। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক

ii. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন

iii. বিনা তারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii

সঠিক উত্তর : গ


১৮। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন

ক. বিজ্ঞানী খ. চিকিৎসক গ. প্রোগ্রামার ঘ. গণিতবিদ

সঠিক উত্তর : গ


১৯। সর্বপ্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?

ক. জেমস ক্লার্ক খ. অ্যাডা লাভলেস গ মার্ক জাকারবার্গ ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন

সঠিক উত্তর : ঘ


২০। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? 

ক. আমেরিকা খ. জাপান গ. ভারত ঘ. জার্মানি

সঠিক উত্তর : ক


২১। কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৮২ ঘ. ১৯৯৫ 

সঠিক উত্তর : ক


২২। একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তিত্ব

i. গুগলিয়েলমো মার্কনি

ii. জগদীশ চন্দ্র বসু

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


২৩। মাইক্রোপ্রসেসরের আবিষ্কার কত সালে?  

ক. ১৯৬০ খ. ১৯৬৪ গ. ১৯৭১ ঘ. ১৯৮০

সঠিক উত্তর : গ


২৪। আইবিএম কোম্পানির তৈরি প্রথম কমপিউটারের নাম

ক. মাইক্রো খ. মিনিফ্রেম গ. মেইনফ্রেম ঘ. ম্যাক্রো

সঠিক উত্তর : গ


২৫। কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?

ক. পঞ্চাশের দশকে খ. ষাট-সত্তরের দশকে গ. ষাট-আশির দশকে ঘ. একুশ শতকে

সঠিক উত্তর : খ

ফিডব্যাক : prokashdas68@gmail.com