২৬। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?


ক. শ্বেতপত্র খ. শব্দ গ. ছবি ঘ. ভিডিও


সঠিক উত্তর : খ


২৭। নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?


ক. ভিডিও ফাইল খ. অডিও ফাইল গ. লিখিত ফাইল ঘ. কমপিউটারের ফাইল


সঠিক উত্তর : খ


২৮। ই-বুকের পূর্ণরূপ


ক. ইলেকট্রনিক্স বুক খ. ইলেকট্রো বুক গ. ইন্টারনেট বুক ঘ. ইলেকট্রনিক বুক


সঠিক উত্তর : ঘ


২৯। কোন ধরনের বইয়ে অ্যানিমেশন যুক্ত করা যায়?


ক. পাঠ্যবইয়ে খ. ই-বুকে গ. গল্পের বইয়ে ঘ. বিজ্ঞানের বইয়ে


সঠিক উত্তর : খ


৩০। ই-বুকের সবচেয়ে বড় সুবিধা হলো


ক. কম খরচ খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা গ. সকল বইয়ের ই-বুক ভার্সন পাওয়া ঘ. অ্যানিমেশন যোগ করার সুবিধা


সঠিক উত্তর : খ


৩১। ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?


ক. স্মার্ট ফোন খ. যেকোনো রিডার গ. ল্যান্ড ফোন ঘ. ইন্টারনেট


সঠিক উত্তর : ক


৩২। ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?


ক. স্মার্ট ফোন খ. রিডার গ. ই-বুক রিডার ঘ. কমপিউটার


সঠিক উত্তর : গ


৩৩। কিন্ডল কী?


ক. কমপিউটার গেম খ. ইনফো গ্রাফিক্স গ. ই-বুক রিডার ঘ. কার্টুন


সঠিক উত্তর : গ


৩৪। ই-বুক ব্যবহারের সুবিধার কারণ


i. সহজে স্থানান্তরযোগ্য


ii. সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য 


iii. ডাউনলোড না করার সুবিধা


নিচের কোনটি সঠিক? 


ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii


সঠিক উত্তর : ক


৩৫। সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?


ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫


সঠিক উত্তর : ঘ


৩৬। মুদ্রিত বইয়ের ই-বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়?


ক. jpg খ. bmp গ. pdf ঘ. ai


সঠিক উত্তর : গ


৩৭। PDF-এর পূর্ণরূপ 


ক. Portable Document Format খ. Port Document Format


গ. Portable Documental Formula ঘ. Pen Drawing File 


সঠিক উত্তর : ক


৩৮। যে ধরনের ই-বইগুলো ইন্টারনেটে পড়া যায় তাদের প্রকাশিত ফরম্যাট কোনটি?


ক. jpg খ. bmp গ. html ঘ. pdf


সঠিক উত্তর : গ


৩৯। সম্পূর্ণ বই বা অধ্যায়গুলো একই ফরম্যাটে একসাথে পাওয়া যায় কিসের মাধ্যমে?


ক. pdf খ. bmp গ. gif ঘ. jpg


সঠিক উত্তর : ক


৪০। HTML-এর পূর্ণরূপ


ক. Hyper Training Markup Language  খ. Hyper Text Markup Language


গ. Hyper Text Management Learning  ঘ. High Though Markup Language


সঠিক উত্তর : খ


৪১। অনলাইন ই-বুক কোথায় প্রকাশিত হয়?


ক. ওয়েবসাইটে খ. ফেসবুকে গ. কমপিউটারে ঘ. পিডিএফে


সঠিক উত্তর : ক


৪২। EPUB-এর পূর্ণরূপ কোনটি?


ক.  Electro Publication  খ. Electronic Publication গ. Enormous Publication ঘ. Easy Publication 


সঠিক উত্তর : খ


৪৩। কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?


ক. HTML খ. DBS গ. Website ঘ. EPUB


সঠিক উত্তর : ঘ


৪৪। আইবুক রিডারের স্বকীয়তা নির্ধারক কোনটি? 


ক. ইন্টারনেট খ. আইবুক রিডারের নিজস্ব ফরম্যাট গ. ই-বুক ঘ. ফিল্ডস


সঠিক উত্তর : খ


৪৫। ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণÑ


i. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকা


ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা 


iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে


নিচের কোনটি সঠিক? 


ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii


সঠিক উত্তর : ক


৪৬। কোন ধরনের ই-বুকে অ্যানিমেশন যুক্ত থাকে?


ক. অনলাইনের ই-বুকে খ. মুদ্রিত বইয়ের ই-বুকে গ. চৌকস ই-বুকে ঘ. সকল ধরনের ই-বুকে


সঠিক উত্তর : গ


৪৭। ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?


ক. ইনফো গ্রাফিক্সে খ. মুদ্রিত বইয়ের ই-বুকে গ. ওয়েবিনাবোতে ঘ. চৌকস ই-বুকে


সঠিক উত্তর : ঘ


৪৮। কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে?


ক. ইন্টারনেটের ই-বুকে খ. স্মার্ট ই-বুকে গ. মুদ্রিত ই-বুকে ঘ. শ্বেতপত্রে


সঠিক উত্তর : খ


৪৯। কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়?


ক. স্মার্ট ই-বুকে খ. আইবুক রিডারে গ. ফিল্ডসে ঘ. ই-পাবে


সঠিক উত্তর : ক


৫০। কোন জাতীয় ই-বুক কেবল সুনির্দিষ্ট হার্ডওয়্যারের ভিত্তিতে চলে?


ক. স্মার্ট ই-বুক খ. ডিজিটাল ই-বুক গ. মুদ্রিত ই-বুক ঘ. ইলেকট্রনিক ই-বুক


সঠিক উত্তর : ক