https://www.brandellaltd.com/

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের আমার শিক্ষায় ইন্টারনেট

মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের আমার শিক্ষায় ইন্টারনেট মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের আমার শিক্ষায় ইন্টারনেট
 

২৬। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?


ক. শ্বেতপত্র খ. শব্দ গ. ছবি ঘ. ভিডিও


সঠিক উত্তর : খ


২৭। নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?


ক. ভিডিও ফাইল খ. অডিও ফাইল গ. লিখিত ফাইল ঘ. কমপিউটারের ফাইল


সঠিক উত্তর : খ


২৮। ই-বুকের পূর্ণরূপ


ক. ইলেকট্রনিক্স বুক খ. ইলেকট্রো বুক গ. ইন্টারনেট বুক ঘ. ইলেকট্রনিক বুক


সঠিক উত্তর : ঘ


২৯। কোন ধরনের বইয়ে অ্যানিমেশন যুক্ত করা যায়?


ক. পাঠ্যবইয়ে খ. ই-বুকে গ. গল্পের বইয়ে ঘ. বিজ্ঞানের বইয়ে


সঠিক উত্তর : খ


৩০। ই-বুকের সবচেয়ে বড় সুবিধা হলো


ক. কম খরচ খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা গ. সকল বইয়ের ই-বুক ভার্সন পাওয়া ঘ. অ্যানিমেশন যোগ করার সুবিধা


সঠিক উত্তর : খ


৩১। ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?


ক. স্মার্ট ফোন খ. যেকোনো রিডার গ. ল্যান্ড ফোন ঘ. ইন্টারনেট


সঠিক উত্তর : ক


৩২। ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?


ক. স্মার্ট ফোন খ. রিডার গ. ই-বুক রিডার ঘ. কমপিউটার


সঠিক উত্তর : গ


৩৩। কিন্ডল কী?


ক. কমপিউটার গেম খ. ইনফো গ্রাফিক্স গ. ই-বুক রিডার ঘ. কার্টুন


সঠিক উত্তর : গ


৩৪। ই-বুক ব্যবহারের সুবিধার কারণ


i. সহজে স্থানান্তরযোগ্য


ii. সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য 


iii. ডাউনলোড না করার সুবিধা


নিচের কোনটি সঠিক? 


ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii


সঠিক উত্তর : ক


৩৫। সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?


ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫


সঠিক উত্তর : ঘ


৩৬। মুদ্রিত বইয়ের ই-বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়?


ক. jpg খ. bmp গ. pdf ঘ. ai


সঠিক উত্তর : গ


৩৭। PDF-এর পূর্ণরূপ 


ক. Portable Document Format খ. Port Document Format


গ. Portable Documental Formula ঘ. Pen Drawing File 


সঠিক উত্তর : ক


৩৮। যে ধরনের ই-বইগুলো ইন্টারনেটে পড়া যায় তাদের প্রকাশিত ফরম্যাট কোনটি?


ক. jpg খ. bmp গ. html ঘ. pdf


সঠিক উত্তর : গ


৩৯। সম্পূর্ণ বই বা অধ্যায়গুলো একই ফরম্যাটে একসাথে পাওয়া যায় কিসের মাধ্যমে?


ক. pdf খ. bmp গ. gif ঘ. jpg


সঠিক উত্তর : ক


৪০। HTML-এর পূর্ণরূপ


ক. Hyper Training Markup Language  খ. Hyper Text Markup Language


গ. Hyper Text Management Learning  ঘ. High Though Markup Language


সঠিক উত্তর : খ


৪১। অনলাইন ই-বুক কোথায় প্রকাশিত হয়?


ক. ওয়েবসাইটে খ. ফেসবুকে গ. কমপিউটারে ঘ. পিডিএফে


সঠিক উত্তর : ক


৪২। EPUB-এর পূর্ণরূপ কোনটি?


ক.  Electro Publication  খ. Electronic Publication গ. Enormous Publication ঘ. Easy Publication 


সঠিক উত্তর : খ


৪৩। কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?


ক. HTML খ. DBS গ. Website ঘ. EPUB


সঠিক উত্তর : ঘ


৪৪। আইবুক রিডারের স্বকীয়তা নির্ধারক কোনটি? 


ক. ইন্টারনেট খ. আইবুক রিডারের নিজস্ব ফরম্যাট গ. ই-বুক ঘ. ফিল্ডস


সঠিক উত্তর : খ


৪৫। ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণÑ


i. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকা


ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা 


iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে


নিচের কোনটি সঠিক? 


ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii


সঠিক উত্তর : ক


৪৬। কোন ধরনের ই-বুকে অ্যানিমেশন যুক্ত থাকে?


ক. অনলাইনের ই-বুকে খ. মুদ্রিত বইয়ের ই-বুকে গ. চৌকস ই-বুকে ঘ. সকল ধরনের ই-বুকে


সঠিক উত্তর : গ


৪৭। ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?


ক. ইনফো গ্রাফিক্সে খ. মুদ্রিত বইয়ের ই-বুকে গ. ওয়েবিনাবোতে ঘ. চৌকস ই-বুকে


সঠিক উত্তর : ঘ


৪৮। কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে?


ক. ইন্টারনেটের ই-বুকে খ. স্মার্ট ই-বুকে গ. মুদ্রিত ই-বুকে ঘ. শ্বেতপত্রে


সঠিক উত্তর : খ


৪৯। কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়?


ক. স্মার্ট ই-বুকে খ. আইবুক রিডারে গ. ফিল্ডসে ঘ. ই-পাবে


সঠিক উত্তর : ক


৫০। কোন জাতীয় ই-বুক কেবল সুনির্দিষ্ট হার্ডওয়্যারের ভিত্তিতে চলে?


ক. স্মার্ট ই-বুক খ. ডিজিটাল ই-বুক গ. মুদ্রিত ই-বুক ঘ. ইলেকট্রনিক ই-বুক


সঠিক উত্তর : ক








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।