https://powerinai.com/

মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের প্রশ্ন উত্তর

অ্যাডোবি ফটোশপের ব্যবহারিক নিয়ে আলোচনা

অ্যাডোবি ফটোশপের ব্যবহারিক নিয়ে আলোচনা অ্যাডোবি ফটোশপের ব্যবহারিক নিয়ে আলোচনা
 

মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের অ্যাডোবি ফটোশপের ব্যবহারিক নিয়ে আলোচনা

অ্যাডোবি ফটোশপ ৭.০


১। অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম ওপেন করার নিয়ম : 


১. পর্দার নিচের দিকে বাম কোণে Start Button-এর ওপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে। 


২. Adobe Photoshop 7.0-এ ক্লিক করলে Adobe Photoshop 7.0 প্রোগ্রাম চালু হবে।


২. অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার নিয়ম : 


১. ফটোশপ প্রোগ্রাম খোলার পর ঋরষব মেনু থেকে ঘবি কমান্ডে ক্লিক করলে ঘবি ডায়ালগ বক্স পাওয়া যাবে।


২. New ডায়ালগ বক্সের Name ঘরে Untitled-১ লেখাটি সিলেক্টেড অবস্থায় থাকবে। কীবোর্ডের ব্যাক প্লেস বোতামে চাপ দিয়ে লেখাটি মুছে ফেলতে হবে এবং একটি নাম টাইপ করতে হবে। এটিই হবে ফাইলের নাম (Corona)। 


৩. এ পর্যায়ে ফাইলের নাম টাইপ করে নিলে পরে ফাইলটি বন্ধ করার সময় আর নতুন করে নাম টাইপ করতে হবে না। অন্যথায় ফাইল বন্ধ করার সময় নাম টাইপ করার জন্য ডায়ালগ বক্স আসবে। 


৪. New অ্যাডোবি ফটোশপ ৭.০ ঘবি ডায়ালগ বক্সে পশ্রুতা এবং উচ্চতা ঘরে ইঞ্চির মাপে সংখ্যা টাইপ করতে হবে। যেমন প্রশুতা ৬ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি টাইপ করতে হবে। এ দুিট ঘরের ডান পাশে মাপের একক নির্ধারণের ডপ্র ডাউন মেনু রয়েছে। এ মেনুর নিম্নমখুী তীরে কিক্ল করলে মাপের এককগুলো দেখা যাবে। যেমন ইঞ্চি, পিক্সেল, পায়াকাস, পয়েন্টস, সেমি এবং মিমি এ ডপ্র ডাউন মেনুথেকে প্রয়োজনীয় একক সিলেক্ট করতে হবে। শুরুতে হয়তো পিক্সেল থাকতে পারে। সে ক্ষেত্রে বর্ণিত নিয়মে ইঞ্চির মাপ নির্ধা রণ করতে হবে। বর্তমান কাজের জন্য একক হিসেবে ইঞ্চি নির্ধা রণ করে পশ্র তার ঘরে ৬ ইঞ্চি এবং উচ্চতা ঘরে ৮ ইঞ্চি টাইপ করা হলো।


৩. ল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করার নিয়ম :


১. টুল বক্সের Lasso টুল সিলেক্ট করতে হবে। Lasso টুল দিয়ে কয়েক প্রকার সিলেকশন তৈরি করা যেতে পারে। যেমন


২. মুক্ত সিলেকশন তৈরি করার জন্য Lasso টুল সিলেক্ট করার পর ক্যানভাসে ক্লিক ও ড্র্যাগ করে অবৃত্তাকার এবং আঁকাবাঁকা সীমানা বা প্রান্তবিশিষ্ট সিলেকশন তৈরির কাজ করা যায়। ড্র্যাগ করা অবস্থায় মাউসের ওপর থেকে আঙুলের চাপ ছেড়ে দিলে ওই অবস্থান থেকে শুরুর ক্লিকের বিন্দুর সাথে রেখা তৈরি হয়ে বন্ধ সিলেকশন তৈরি হবে।


৩. সিলেকশন ভাসমান থাকা অবস্থায় সিলেকশনের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে অন্যত্র সরিয়ে স্থাপন করা যাবে। সিলেকশন কোনো রঙ দিয়ে পূরণ করার পরও ভাসমান সিলেকশন ড্র্যাগ করে অন্যত্র সরিয়ে স্থাপন করে একই রং বা অন্য কোনো রঙ দিয়ে পূরণ করা যাবে। রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য অপাসিটি ব্যবহার করা হয়।


৪. Edit মেনুর Fill কমান্ড দিলে পর্দায় ফিল ডায়ালগ বক্স পাওয়া যায়।


৫. Fill ডায়ালগ বক্সের Contents অংশে Use ঘরে Foreground Color সিলেক্টেড থাকে। প্রয়োজন হলে ড্রপডাউন তালিকা থেকে পরিবর্তন করে নেয়া যায়। 


৬. ডায়ালগ বক্সের অপাসিটি ঘরে রঙের গাঢ়ত্ব নির্ধারণী সংখ্যা টাইপ করতে হয়। রঙের পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে ১০০%। শতকরা হার % যত কম হবে রঙ ততই হালকা হবে। 


৭. Opacity ঘরে ৫০ টাইপ করে ঙক বোতামে ক্লিক করলে সিলেকশনটি ফোরগ্রাউন্ড রঙের ৫০% গাঢ়তায় পূরণ হবে। 


৮. সিলেকশনের অপশন প্যালেটেও অপাসিটি আছে। এ প্যালেটের অপাসিটি কমবেশি করেও পূরণ করা রঙের গাঢ়তা কমবেশি করা যায়








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।