https://powerinai.com/

জেডটিই প্রকাশ করল ৫-জি ম্যাসেজিং শ্বেতপত্র

জেডটিই প্রকাশ করল ৫-জি ম্যাসেজিং শ্বেতপত্র

জেডটিই প্রকাশ করল ৫-জি ম্যাসেজিং শ্বেতপত্র জেডটিই প্রকাশ করল ৫-জি ম্যাসেজিং শ্বেতপত্র
 
জেডটিই প্রকাশ করল ৫-জি ম্যাসেজিং শ্বেতপত্রবিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ইন্টারনেটের বাণিজ্যিক ও গ্রাহকভিত্তিক প্রযুক্তিনির্ভর টেলিযোগাযোগ সেবাদানকারী জেডটিই করপোরেশন সম্প্রতি প্রকাশ করেছে তাদের ৫-জি ম্যাসেজিংয়ের শ্বেতপত্র, যা বিস্তারিতভাবে জেডটিইর ৫-জি ম্যাসেজিং সলিউশনের ব্যাখ্যা দেয়। এই শ্বেতপত্রের উদ্দেশ্য হলো একটি ৫-জি কিলার সার্ভিস নির্মাণের মাধ্যমে জনগণ এবং অন্যান্য শিল্পক্ষেত্রে আরো উন্নত সেবা দেয়া।ম্যাসেজিং সেবাটি হলো অপারেশনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের সেবা। জেডটিই তার ৫-জি নেটওয়ার্ক প্রযুক্তির উৎকর্ষে ৫-জি ম্যাসেজিং সলিউশনের নেতৃত্ব নিয়েছে। নতুন প্রযুক্তির বিকাশ, মান উন্নয়ন ও ৫-জি নেটওয়ার্কের টার্মিনাল উন্নয়নের মাধ্যমে ৫-জি ম্যাসেজিংকে তিনটি ক্যাটাগরির ম্যাসেজিং সেবায় ভাগ করা হয়েছে।৫-জি ক্ষুদ্র ম্যাসেজিং সেবা (এসএমএস) : থ্রি-জি পিপি টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এবং টার্মিনালের ক্ষমতানুসারে ৫-জি নেটওয়ার্ক এসএমএসের পাশাপাশি এএনএসকেও (নন-অ্যাক্সেস স্ট্রাম)সমর্থন করে। যেটি মূলত ৫-জি এনআর অ্যাক্সেস অনুসারে এসএমএসের একটি ফাংশন। ৫-জি এসএমএস ব্যবস্থায় এখনো প্রাথমিক এসএমএস সেবা উপভোগ করা যায় আর সাথে থাকছে সেই চিরাচরিত এসএমএসের ফাংশন ও অভিজ্ঞতা। ৫-জি উন্নত মিডিয়া ম্যাসেজিং : দীর্ঘদিন ধরেই প্রচলিত টেক্সট ম্যাসেজিংয়ের ফাংশন এবং অভিজ্ঞতা ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারছিল না। আর সেই সাথে শিল্পপ্রধান অ্যাপ্লিকেশন উন্নয়নে বাধা সৃষ্টি করছিল। ৫-জি যুগে প্রচলিত টেক্সট ম্যাসেজিং জিএসএম ইউপি ২.৪-এ উন্নীত হয়েছে যার সাথে থাকছে উন্নত ৫-জি মিডিয়া ম্যাসেজিং এবং বাণিজ্যিক ম্যাসেজিং সেবা। এর ফলে সম্পূর্ণভাবে সেবা ও ফাংশন, বৈশিষ্ট্য অভিজ্ঞতা ও সেবার মানের উন্নয়ন ঘটেছে। ৫-জি ইন্টারনেট অব থিং (আইওটি) ম্যাসেজিং :৫-জি আইওটি ম্যাসেজিংয়ের মান ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো ব্যাপকভাবে যোগাযোগ, স্বল্প ব্যান্ডউইথের ব্যবহার এবং লাইটওয়েট। ৫-জি আইওটি ম্যাসেজিং বাণিজ্যিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বস্তুর সাথে মানুষের ও অ্যাপ্লিকেশনের বাণিজ্যিক সংযোগ স্থাপনে সক্ষম হয়েছে। জেডটিই বৈশ্বিক ৫-জি ম্যাসেজিং প্ল্যাটফরমে অন্যতম সরঞ্জাম বিক্রেতা। নেটওয়ার্ক নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি জেডটিইর বিশ্বের সবচেয়ে বড় ম্যাসেজিং প্ল্যাটফরমে দুর্দান্ত বাণিজ্যিক অপারেশন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। যেখানে একক ল্যানের মাধ্যমে ১০০ মিলিয়ন ব্যবহারকারীকে সেবা ও বিশাল টার্মিনালকে খুব সূ²ভাবে অভিযোজিত করা হয়। এছাড়া জেডটিই গত ৩ এপ্রিল ২০২০, হাংজু, চীনে তাদের প্ল্যাটফরম থেকে বিশ্বের প্রথম ৫-জি ম্যাসেজ প্রদান করে। ভবিষ্যতে জেডটিই টেলিযোগাযোগ খাতের সমৃদ্ধির জন্য অপারেটরদের টেলিযোগাযোগ ইকোসিস্টেম ২.০তে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্বেতপত্রটি ডাউনলোড করতে নিচের লিংকটিতে ক্লিক করুন :https://res-www.zte.com.cn/mediares/zte/Files/ PDF/white_book/202102251538.pdf







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।