নিজস্ব প্রতিবেদন: আপনি হয়তো হাজার টাকা খরচ করে আপনার স্বপ্নের বাইকটি কিনেছেন। কিন্তু যখন সেই বাইকের চাকা সত্যিকারের মাটিতে ঘুরতে শুরু করে, তখন আপনাকে বিরক্তিকর বাম্পার যেমন সিগন্যাল এবং ট্রাফিক জ্যামের সামনে থামতে হবে। তবে ভবিষ্যতে এমন দিন আর দেখা যাবে না। বাইক এখন উড়বে। আপনি যে ঠিক পড়েছেন. হলিউডের সায়েন্স ফিকশন সিনেমার স্ক্রিপ্ট নয়।
একেবারে ঘোর বাস্তব। উড়ুক্কু বাইক- Exturismo Limited Edition (TOURISM Limited Edition) জাপানি স্টার্ট-আপ Airwins Technologies (AERWINS) দ্বারা তৈরি করা হয়েছে। ঠিক যেমন স্টার ওয়ার্স মুভি (স্টার ওয়ার্স) "স্পিডার বাইক" (স্পিডার বাইক)।
০ টি মন্তব্য