https://powerinai.com/

এম৩ চিপের ম্যাকবুক এ বছর আসছে না

এম৩ চিপের ম্যাকবুক এ বছর আসছে না এম৩ চিপের ম্যাকবুক এ বছর আসছে না
 

এ বছর আসছে না অ্যাপলের এম৩ ম্যাকবুক। এমনটি জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি-কুয়ো। তিনি বলেন, এ বছরের শেষ পর্যন্ত অ্যাপলের এম৩ ক্ষমতাসম্পন্ন ম্যাকবুকটি বাজারে আসছে না।

আবার অ্যাপলের এই নেক্সট জেনারেশন চিপে ল্যাপটপটি কবে নাগাদ বাজারে আসবে, এ সম্পর্কে খুব একটা তথ্য না থাকলেও ব্লুমবার্গের মার্ক গুরম্যান বলেন, অক্টোবরের ইভেন্টে এম৩ চিপ ব্যবহার করে ‘এন্ট্রি লেভেল’-এর ম্যাক বাজারে আসতে পারে।


সংবাদমাধ্যম ভার্জ জানায়, ধারণা করা হচ্ছে এম৩ চিপে ৩ ন্যানোমিটার প্রসেস থাকতে পারে। এটি ব্যবহার হতে পারে নতুন ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো, ১৩ এবং ১৫ ইঞ্চি ম্যাকবুক এয়ার ল্যাপটপ এবং ম্যাক মিনিতে। 


গুরম্যান বলেন, এসব পণ্য আসার সম্ভাবনা রয়েছে আগামী বছর। ভার্জ জানায়, অ্যাপল যদি এ বছর এগুলো বাজারে না আনে, তাহলে খুব একটা বিস্ময়ের কিছু হবে না। কেননা, গত বছরও অ্যাপল তাদের অক্টোবরের ইভেন্টে নতুন ম্যাক উন্মোচন না করে পরের জানুয়ারিতে এম২ প্রো এবং এম২ ম্যাক্স চিপ সম্পন্ন ম্যাকবুক প্রো বাজারে আনে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।