দেশে তথ্যপ্রযুক্তির প্রসার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের কারণে তরুণদের ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বাড়ছে। ১ মিলিয়নেরও বেশি লোক এখানে কর্মরত, এবং এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নতুন আয়কর আইনে ফ্রিল্যান্সারদের আয়ের বিপরীতে ১০ শতাংশ কর কর্তনের বিধান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ বুধবার একটি সার্কুলার জারি করে ওই বিধান মেনে চলার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে।
তবে এ নির্দেশ অগ্রহণযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন তারা। সেই সঙ্গে আইনি মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাওয়ার পথও বন্ধ হয়ে যেতে পারে। রাজধানীর মিরপুরের একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান অ্যানিমেশন। প্রায় ২৫০ জন ফ্রিল্যান্সার এখানে কাজ করে।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও আসাদ হোসেন বলেন, আসলে আমরা বর্তমান ডলারের চেয়ে ২ টাকা কম পাচ্ছি। এরপর আবার যদি রেমিট্যান্স আনতে হয় তাহলে তার ওপর ১০ শতাংশ উইথহোল্ডিং ট্যাক্স দিতে হবে। এটি রেমিট্যান্স প্রবাহে আরও নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, অনেকেই কষ্টার্জিত রেমিটেন্সের টাকা দেশে আনবে না। দুঃসময়ে রেমিটেন্সকে উৎসাহিত করার কথা থাকলেও অতিরিক্ত কর আরোপ করে রেমিট্যান্সকে নিরুৎসাহিত করা ঠিক নয়। তাহলে অনলাইনে লেনদেন হবে ও টাকা আসবে হুন্ডিতে ।
০ টি মন্তব্য