বাংলাদেশের বাজারে ষাঁড় ঢুকেছে। অক্সেন হাইটেক নিয়ে এসেছে নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন এক্সেসরিজ। আভিজাত্য ও গুণমান- এই স্লোগান নিয়ে পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ষাঁড় অভিজাত ও উচ্চমানের পণ্য দিয়ে গ্রাহকদের মন জয় করতে চায়।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অক্সেন কার্যক্রম শুরু করে। অক্টোবরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বিপণন কার্যক্রম। তারা মিরপুর অফিস থেকে সারাদেশে পণ্য বিতরণ করছে।
অক্সেনের হেড অব অপারেশন মিজানুর রহমান জানান, তারা অক্সেন টিমে দেশের শীর্ষস্থানীয় বিপণনকারীদের যুক্ত করেছেন। দক্ষ এবং প্রতিভাবান, এই দলটি যেকোনো মার্কেটিং দলকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। বিক্রয় ও কৌশলগত প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিক্রয় নেতারা দেশব্যাপী কাজ শুরু করেছেন।
বাংলাদেশে এত ব্র্যান্ড কেন অক্সেন? এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, নিম্নমানের পণ্যে দেশের বাজার ভরে গেছে। কোনো ব্র্যান্ডই ভোক্তাদের মনে জায়গা করে নিতে পারেনি। মোবাইল ফোন ব্যবহারকারীরা শো-রুমে গিয়ে নির্দিষ্ট ব্র্যান্ডের অ্যাকসেসরিজ নিয়ে কথা বলেন না। এর মানে কেউই বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে ওঠেনি। এগুলো বিবেচনায় নিয়ে অক্সেন এনেছে উচ্চমানের পণ্য ও সেবা। কোম্পানির লক্ষ্য অভিজাত এবং সেরা মানের পণ্য দিয়ে একটি ব্র্যান্ড তৈরি করা। ব্র্যান্ড নামটিও খুব সুন্দর। আমরা দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে চাই।
০ টি মন্তব্য