দেশের বাজারে নতুন ফোন এনেছে শাওমি। মিডিয়াটেক হেলিও জি ৩৬০ প্রসেসরে চলমান 'শাওমি রেডমি এ২ প্লাস' মডেলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা সহ সামনে এবং পিছনে ৫ এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফলে দ্রুত ভালো মানের ছবি তোলা যায়। ভার্সন ভেদে ৩ ও ৪ জিবি র্যাম যুক্ত ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ এবং ১০ হাজার ৯৯৯ টাকা। শাওমি বাংলাদেশ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৬.৫২-ইঞ্চি এইচডি স্ক্রিনের ফোনটিতে একটি ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে যা একক চার্জে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, ১০ওয়াটের চার্জার ব্যবহার করে দ্রুত চার্জ করা সম্ভব। ফলস্বরূপ, ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ৬৪জিবি ফোনটি কালো, হালকা সবুজ এবং হালকা নীল রঙে পাওয়া যাচ্ছে।
০ টি মন্তব্য