আইএসপিএবির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। গত কাল ১৮ অক্টোবর ২০২৩ তারিখ রোজ বুধবার সকাল ১১:০০ টায় আইএসপিএবির নিজস্ব অফিস হাউজ-১৫, লেভেল-৭-৮, রোড- ০৫, ব্লক- এফ. বনানী-ঢাকায় (বনানী মডেল স্কুল সংলগ্ন) ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি এর উদ্যোগে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় ক ও খ গ্রুপ হইতে ১৩৫ জন প্রতিযোগী ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন স্কুল হইতে অংশগ্রহন করে। প্রতিযোগীতায় ক গ্রুপে প্রথম হয়েছে এসওএস হারমাইনের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জয়নব হাসান সামিয়া, দ্বিতীয় হয়েছে নামিরাহ তাজবিদ আলিফতিনা এবং ক্যামস্টোন স্কুলের ছাত্রী মাইশাহ সামিহা ইকবাল। খ গ্রুপে প্রথম হয়েছে হারমেইন স্কুলের শিক্ষার্থী ইয়াসরিব আয়েন সওদা, দ্বিতীয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ শিক্ষার্থী গাজী আয়েশা সিদ্দিক ও তৃতীয় চারুপাঠ শিক্ষার্থী আমেনা আক্তার ইসরাত।
আইএসপিএবি সভাপতি জনাব মো: ইমদাদুল হকের সভাপতিত্বে বিজয়ীদের হাতে মেডেল ও প্রাইজবন্ড পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি শিশুদের বিভিন্ন প্রশ্নের স্মার্ট উত্তরদাতাকে নিজ উদ্যোগে পুরস্কৃত করেন । এসময় উপস্থিত শিশুদের বিশ্ব সেরা হতে পরিশ্রম ও অভিভাকদের কথা মেনে চলার পরামর্শ দেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক, মো: আব্দুল কাইউম রাশেদ এবং পরিচালক সাকিফ আহমেদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকল ছাত্রছাত্রী ও সঙ্গে থাকা অভিভাবকদেরকে মধ্যাহ্ন ভোজের প্যাকেট বিতরণের মাধ্যমে সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন.
০ টি মন্তব্য