https://gocon.live/

বঙ্গবন্ধু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড পেল বিটিআরসি

বঙ্গবন্ধু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড পেল বিটিআরসি বঙ্গবন্ধু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড পেল বিটিআরসি
 
সামাজিক যোগাযোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য প্রতিরোধ ও ক্ষতিকর কনটেন্ট অপসারণ, অপরাধী সনাক্তে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহযোগিতা, অনলাইন জুয়া ও পর্নসাইট বন্ধ এবং সাইবার সুরক্ষায় অনবদ্য ভূমিকা রাখায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছে বিটিআরসি। মোট পাঁচটি ক্যাটাগরির মধ্যে সরকারি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে বিটিআরসি’র ডিজিটাল সিকিউরিটি সেল। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনে বিটিআরসির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো: নাসিম পারভেজ ও ডিজিটাল নিরাপত্তা সেলের কর্মকর্তাগণ। 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির উদ্যোগে এবং ইউএনডিপি’র সহযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মত “বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩” চালু করেছে। স্বল্পোন্নত দেশগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া এবং সাইবার নিরাপত্তা সচেতনতার উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। 

পুরস্কারপ্রাপ্ত পাঁচটি ক্যাটাগরি হলো: (১) শিক্ষার্থীদের জন্য সাইবার নিরাপত্তা  সচেতনতা এবং শিক্ষা অ্যাওয়ার্ড (২) উদ্যোক্তাদের জন্য সাইবার নিরাপত্তা উদ্ভাবনী পুরস্কার (৩) সরকারি কর্মকর্তা, জনসেবা প্রদানকারী/পেশাজীবীদের জন্য সাইবার নিরাপত্তা নের্তৃত্ব পুরস্কার (৪) স্মার্ট পিতা মাতার জন্য সাইবার নিরাপত্তা পুরস্কার (৫) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা বিশেষ স্বীকৃতি পুরস্কার।



পুরস্কার অর্জন উপলক্ষে বৃহস্পতিবার ‍দুপুরে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার এর সভাপতিত্বে কমিশনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিশন সচিব মো: নূরুল হাফিজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন ভাইস-চেয়ারম্যান  প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌঃ শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, বিটিআরসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো: নাসিম পারভেজ, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন এবং সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান। এছাড়া, অন্যান্যদের মধ্যে কমিশনের পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০২১ সালে বিটিআরসি কর্তৃক ডিজিটাল সিকিউরিটি সেল গঠন করার পর গত তিন বছরে গুজব ও অপতথ্য সংক্রান্ত প্রায় ৩৫ হাজারে কনটেন্ট অপসারণ করা হয়। এছাড়া, গত ১ বছরে ১৬০০ অনলাইন জুয়ার সাইট এবং ৫৮টি মোবাইল অ্যাপস বন্ধ করা হয়।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।