https://gocon.live/

স্মার্ট বাংলাদেশ ২০২৩ পুরষ্কার পেল মানু ফামর্স এর পোল্ট্রি ম্যানেজার অ্যাপ

স্মার্ট বাংলাদেশ ২০২৩ পুরষ্কার পেল মানু ফামর্স এর পোল্ট্রি ম্যানেজার অ্যাপ স্মার্ট বাংলাদেশ ২০২৩ পুরষ্কার পেল মানু ফামর্স এর পোল্ট্রি ম্যানেজার অ্যাপ
 
২০২৩ সালের স্মার্ট বাংলাদেশ পুরষ্কার পেল মানু ফার্মস এর পোল্ট্রি ম্যানেজার অ্যাপ। বেসরকারী শাখায় শ্রেষ্ঠ কারিগরি দল হিসেবে পোল্ট্রি খামার ব্যবস্থাপনা অ্যাপ ‘‘স্মার্ট কৃষক - স্মার্ট বাংলাদেশ’’ শিরোনামে এই পুরষ্কায় জয়লাভ করেছে। ১৮ অক্টোবর ২০২৩ বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। মানু ফার্মস এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীনের নেতৃত্বে বিজয়ী দলের আরো উপস্থিত ছিলেন মানু ফার্মস এর প্রধান কারিগরি কর্মকর্তা কৃষিবিদ ডঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, চীফ কমিউনিকেশন অফিসার জাহাঙ্গীর আলম শোভন, চীফ অপারেটিং অফিসার রুমানা আক্তার এবং মানু ফার্মসের কো-ফাউন্ডার আলিফ বিনতে শাহীন।
 
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবে নতুন প্রজন্ম। স্মার্ট বাংলাদেশের সুফল দেশের সকল শ্রেণীর মানুষকে যুক্ত করবে। কৃষি থেকে খামার, শিল্প থেকে পরিবার এবং সর্বোচ্চ পর্যায় থেকে প্রান্তিক পর্যায়ে ব্যবহার করা হবে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো।



তিনি শেখ রাসেল এর জন্মদিনের আলোচনায় বলেন, বিশ্বে এখনো যুদ্ধ চলে। আর এই যুদ্ধে শিশুরা মারাত্মত হুমকি ও হামলার মুখে পড়ে যা কাম্য নয়। আমরা স্বাধীন বাংলাদেশে প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তারা যেনো হেসে খেলে বড় হতে পারে সে সুযোগ দিতে চাই।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশের সুফল সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার এবং বিজয়ী একেকটি ধারণা সে কাজকে আরো সহজ করে দিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল সেবায় যে সাফল্য পেয়েছে তা অবিস্মরনীয়।

মানু ফার্মস এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীন পোল্ট্রি ম্যানেজার অ্যাপ সম্পর্কে বলেন, এই অ্যাপটির মাধ্যমে একজন পোল্ট্রি খামারী তার খামারকে স্মার্ট খামারে পরিনত করতে পারে। একটি স্মার্ট ফোন দিয়ে একজন খামারি তার খামারের দৈনন্দিন কাজ-কর্ম, হিসাব-নিকাশ, স্বাস্থ্য সেবাই ডাক্তার সহয়াতা, চিকিৎসা - অনলাইন প্রেসক্রিপশন ও টেলিমেডিসিনসহ  আইওটি ডিভাইস দ্বারা খামার পর্যবেক্ষণের সুবিধা পাচ্ছে। খামারের  টিকা শিডিউল ,  সাপ্লাই চেইন  এমনকি বাজারজাত করণের ক্ষেত্রেও  রয়েছে  বিভিন্ন সুবিধা।



অপর দিকে একজন ক্রেতা মুরগি অথবা ডিমের কিউ আর কোড (QR Code) ব্যবহার করেই এই স্মার্ট মুরগি ও ডিমের সকল হিস্ট্রি জানতে পারবে। কখন কোন খাবার বা ঔষধ খাওয়ানো হয়েছে, কবে ভ্যাক্সিন দেয়া হয়েছে, মুরগি বা ডিমের বয়স কত, কোন খামারী থেকে এসেছে ইত্যাদি সকল তথ্য জানতে পরেন।

পুরষ্কারের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিজয়ী দলের প্রধান মুহাম্মদ শাহীন বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, এই পুরষ্কার আমাদের কাজকে স্বীকৃতির মাধ্যমে অনুপ্রাণীত করবে, আমাদের প্রকৃত সফলতা হলো আজ সাধারণ প্রান্তিক পোল্ট্রি খামারি তার খামারের সার্বিক ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে করছেন।

পোল্ট্রি ম্যানেজার অ্যাপ ডাউনলোড করতে - https://rb.gy/pcnz4








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।