ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩) বর্তমানে বিশ্বের বৃহত্তম গেমিং ইভেন্ট। দুই দশকেরও বেশি সময় ধরে, এই ইভেন্টটি সারা বিশ্বের গেমপ্রেমী মানুষদের নতুন বার্তা ও চমক দিয়েছে।
আয়োজক "ইএসএ" ইভেন্টটি স্থায়ীভাবে বাতিল করার ঘোষণা দিয়েছে। ইএসএ বলেছে, “দুই দশকেরও বেশি সময় ধরে ই৩-এর একটার পর একটা বড় আয়োজনের পর বিদায় বলার সময় হয়েছে।
এত স্মৃতির জন্য ধন্যবাদ। ‘জিজিডাব্লিউপি (গুড গেম ওয়েল প্লেইড)”। বিশ্লেষকরা আয়োজনটির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলায় ২০২৩ সালে বাতিল হয়ে যায় এর প্রদর্শনী।
ভবিষ্যতে আয়োজনটি আর না হওয়ার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে ই৩’র আয়োজক, ‘এন্টারটেইনমেন্ট সফটওয়্যার অ্যাসোসিয়েশন (ইএসএ)’।
বিশ্বের সর্ববৃহৎ গেমিং শো স্থায়ীভাবে বন্ধ হলো
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য