বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর আয়োজনে এবং এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) এর তত্ত্বাবধানে রাজধানীর স্থানীয় একটি হোটেলে ২৫ থেকে ২৬ মে ২০২২ অনুষ্ঠিত হয় দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের কাউন্সিল তথা এসএটিআরসি’র পলিসি, রেগুলেশন ও সার্ভিসেস সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ সভা।
সভায় এসএটিআরসি’র সদস্য রাষ্ট্রসমূহের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পলিসি ও রেগুলেটরি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। উদ্বোধন করেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। আরো উপস্থিত ছিলেন বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেঃ জেনাঃ মোঃ নাসিম পারভেজ।
সভায় সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মধ্য থেকে পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপালের ২ জন এবং ভারত ও ইরান থেকে ১ জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া সভায় এফিলিয়েটেড সদস্যভুক্ত সংস্থা আজিয়াটা গ্রুপ বারহাদ, টেলিনর এশিয়া, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড, গ্রামীণফোন লিঃ এবং রবি আজিয়াটা লিঃ এর প্রতিনিধিসহ মোট ৩৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান পলিসি, রেগুলেশন ও সার্ভিসেস সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করে তা এসএটিআরসি’র কাউন্সিল সভায় উপস্থাপনের জন্য ওয়ার্কিং গ্রুপের এক্সপার্টদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির মহাপরিচালক মুদাসসার নাভিদ, বাংলাদেশে এই সভা আয়োজনের জন্য বিটিআরসি’কে ধন্যবাদ জানান। সভায় আরো বক্তব্য রাখেন এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি
(এপিটি)-এর প্রোগ্রাম কোর্ডিনেটর তৌহিদ হোসেন।
উল্লেখ্য যে, ২০২৩ সালের জন্য বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন।
০ টি মন্তব্য