বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের অমিক্রন ধরনের উপধরণ জেএন.১। এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় এ উপধরন শনাক্ত হয়েছে।
গত বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইইডিসিআর পরিচালক জানান, শনাক্তদের মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের রোগী আছেন। তবে তাদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোনো হিস্ট্রি নেই। তারা দেশেই ছিলেন।
তারা প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছুই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাসখানেক আগেই বিশ্ববাসীকে করোনার নতুন এ উপধরনের কথা জানায়।
ডব্লিউএইচও জেন.১ সংক্রমণ খুব দ্রুতই ছড়িয়ে পড়তে থাকায় এই উপধরনকে আলাদাভাবে “ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট” (ভিওআই) শ্রেণিভুক্ত করেছে।
আপাতত এই উপধরনটি জনস্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ বলেই প্রমাণ পাওয়া গেছে। আগের উপধরনের চেয়ে এটি বেশি ক্ষতিকারকও নয়। ভ্যারিয়্যান্ট দ্রুত ছড়িয়ে পড়লেও এর লক্ষণে তীব্রতা কম।
গত বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইইডিসিআর পরিচালক জানান, শনাক্তদের মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের রোগী আছেন। তবে তাদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোনো হিস্ট্রি নেই। তারা দেশেই ছিলেন।
তারা প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছুই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাসখানেক আগেই বিশ্ববাসীকে করোনার নতুন এ উপধরনের কথা জানায়।
ডব্লিউএইচও জেন.১ সংক্রমণ খুব দ্রুতই ছড়িয়ে পড়তে থাকায় এই উপধরনকে আলাদাভাবে “ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট” (ভিওআই) শ্রেণিভুক্ত করেছে।
আপাতত এই উপধরনটি জনস্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ বলেই প্রমাণ পাওয়া গেছে। আগের উপধরনের চেয়ে এটি বেশি ক্ষতিকারকও নয়। ভ্যারিয়্যান্ট দ্রুত ছড়িয়ে পড়লেও এর লক্ষণে তীব্রতা কম।







-medium.jpg)
-medium.jpg)
-medium.jpg)
-medium.jpg)
০ টি মন্তব্য