সবাইকে অবাক করে দিয়ে এএমডি ঘোষণা দিয়েছে পুরনো এএম৪ মাদারবোর্ডের জন্য আরো তিনটি নতুন সিপিইউর, সেরা বাজেট গেমিং সিপিইউ ‘রাইজেন ৫৭০০এক্স৩ডি’ মডেলটিকে বলা হচ্ছে।
মূল্য ২৪৯ ডলার। তারা নতুন এএম৫ মাদারবোর্ডের জন্যও বেশ কিছু সিপিইউ ও এপিইউ ঘোষণা করেছে। এর মধ্যে ৮৭০০জি প্রসেসরটিতে থাকছে আটটি কোর এবং রেডিওন ৭৮০এম জিপিইউ ও এআই কোর।
ফলে ৩২৯ ডলারের এই এপিইউটি দিয়ে সহজেই মাঝারি বাজেটের গেমিং পিসি তৈরি করা যাবে বাড়তি জিপিইউ ছাড়াই। এর বাইরে তারা নতুন ১৬ গিগাবাইট রেডিওন ৭৬০০এক্সটি জিপিইউও উন্মোচন করেছে। মূল্য ৩২৯ ডলার।
গেমারদের জন্য এএমডি

আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য