https://powerinai.com/

আসছে শাওমির হাইপারওএস টু

আসছে শাওমির হাইপারওএস টু আসছে শাওমির হাইপারওএস টু
 
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি আনুষ্ঠানিকভাবে তাদের অপারেটিং সিস্টেম হাইপারওএস টু এর পরীক্ষা শুরু করেছে।

শাওমিটাইমের তথ্যানুযায়ী, অফিশিয়ালি তারা নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে। প্রযুক্তিবিদদের মতে, যে গুঞ্জন উঠেছে তার কতটুকু সত্য তা এখনো নিশ্চিত নয়।
শাওমিটাইম টিম জানায় হাইপারওএস টু এর পরীক্ষার তথ্য সঠিক। অক্টোবর নাগাদ নতুন এ অপারেটিং সিস্টেম প্রকাশ্যে আসতে পারে। 

শাওমিটাইমের তথ্যানুযায়ী, আনুষ্ঠানিকভাবে হাইপারওএস টুর উন্নয়নে দ্রুত কাজ চলছে। ওএসবিগভার্সন নামের একটি এক্সটেনশনের বিষয়ে শাওমির ওটিএ সার্ভারে তথ্য পাওয়া গেছে। এতে হাইপারওএসের ভার্সনসংক্রান্ত তথ্য রয়েছে। আগে এ নামের কোনো এক্সটেনশন ছিল না।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।