টেক মোগল ইলন মাস্ক (৫১) বিশ্বের
সবচেয়ে ধনী ব্যক্তি। যার আনুমানিক সম্পদের মূল্য প্রায় ২২০ বিলিয়ন ডলার। তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তবে তিনি ব্যক্তিগত জীবনের সবকিছু খুব বেশি সামনে আনেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত নভেম্বরে নিঃশব্দে যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। ইলনের মস্তিষ্কে চিপ স্থাপন বিষয়ক আরেক প্রতিষ্ঠান নিউরালিংকের শীর্ষ নির্বাহী শিভন জিলিস (৩৬) এ যমজ সন্তানের জন্ম দিয়েছেন।
ইলন মাস্ক চারটি কোম্পানির
নেতৃত্বে আছেন: বৈদ্যুতিক-যান নির্মাতা টেসলা, মহাকাশযান নির্মাতা স্পেসএক্স, টানেল-নির্মাণ
স্টার্টআপ দ্য বোরিং কোম্পানি এবং ব্রেন-মেশিন-ইন্টারফেস ইমপ্লান্ট কোম্পানি নিউরালিংক,
যেখানে জিলিস কাজ করে।
আদালতের নথি থেকে জানা যায়, যমজ সন্তানের নাম পরিবর্তন করার জন্য গত এপ্রিলে ইলন ও জিলিস আদালতে আবেদন করেন। বাবা ও মায়ের নামের শেষাংশ শিশুদের নামের সঙ্গে যুক্ত করার কথা আবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একজন বিচারক এক মাস পরে ওই আবেদন অনুমোদন করেন।
জিলিস তাঁর লিংকডইন প্রোফাইলে নিজেকে নিউরালিংকের বিশেষ প্রকল্পের পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি নিউরালিংকে ২০১৭ সালের মে মাস থেকে কাজ শুরু করেন। একই সময়ে তিনি টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকল্প পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। তিনি সেখানে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন। তিনি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদেরও সদস্য।
এই যমজ সন্তানসহ ইলন মাস্কের মোট সন্তানের সংখ্যা ৯। এর মধ্যে কানাডার সংগীতশিল্পী গ্রিমসের ঘরে তাঁর দুই সন্তান রয়েছে। ইলনের সাবেক স্ত্রী কানাডার লেখক জাস্টিন উইলসনের ঘরেও তাঁর পাঁচ সন্তান রয়েছে। রয়টার্সের পক্ষ থেকে যমজ সন্তানের বিষয়ে ইলন মাস্ক ও জিলিসের কাছে জানতে চাওয়া হলে তাঁরা দুজনই বিষয়টি এড়িয়ে গেছেন।
০ টি মন্তব্য