https://powerinai.com/

গেমের জগৎ

গ্যাটলিং গিয়ারস

গ্যাটলিং গিয়ারস গ্যাটলিং গিয়ারস
 

গ্যাটলিং গিয়ারস


গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো বড় বড় গেম বানানোর পাশাপাশি কিছু রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর গেম বানানো শুরু করেছে। এগুলো গেমপ্লে টাইম তেমন একটা বড় নয়, কিন্তু বারবার খেলার মতো গেম। আকারে ছোট তাই হার্ডডিস্কে তেমন একটা জায়গা দখল না করে তা রেখে দেয়া যায় এবং যখন ইচ্ছে খেলা যায়। মাল্টিপ্লেয়ার অপশন থাকায় গেমগুলো বাসায় বন্ধু এলে তার সাথে চুটিয়ে খেলা যায় বলে আরো বেশি মজা পাওয়া যায়। এরকম একটি গেম হচ্ছে গ্যাটলিং গিয়ারস। গেমটি অনেকটা রেনেগেড অপসের মতোই, তবে রেনেগেড অপসে ব্যবহার করা হয়েছে গাড়ি এবং এখানে রয়েছে স্টিমপাঙ্ক মেক্স নামের রোবট জাতীয় এক ধরনের যুদ্ধযান। গেমটি ডেভেলপ করেছে ভ্যানগার্ড এন্টারটেইনমেন্ট এবং পাবলিশ করেছে বিখ্যাত গেম নির্মাতা কোম্পানি ইলেকট্রনিক আর্টস। ভ্যানগার্ড গেমসের পূর্ব নাম ছিল ডব্লিউ! কিন্তু কিলজোন গেম সিরিজের নির্মাতা গেরিলা গেমস ডব্লিউ! গেমসের সাথে মিলে নতুন করে বানিয়েছে ভ্যানগার্ড গেমস। ভ্যানগার্ড গেমসের বানানো প্রথম গেম এ গ্যাটলিং গিয়ার। গেমটি উইন্ডোজ, প্লেস্টেশন নেটওয়ার্ক ও এক্সবক্স লাইভ আর্কেড প্লাটফর্মের জন্য অবমুক্ত করা হয়েছে। যারা আগে গেমসের দোকানে গিয়ে গেম খেলতেন, তাদের গেমটি খেলার সময় মনে হবে পুরনো দিনের কথা। গেমটি খেলার ধাঁচ অনেকটা আর্কেড মেশিনে গেম খেলার মতো।


গেমটি বানানো হয়েছে গ্রিড কর্প নামের টার্ন ভিত্তিক স্ট্র্যাটেজি গেমের কাহিনীর সূত্র ধরে। গ্রিড কর্পে ব্যবহার করা ক্যারেক্টার এবং গেমপ্লের কিছুটা দেখা পাওয়া যাবে এ গেমে তবে একটু ভিন্ন রূপে। গ্রিড কর্পের পটভূমি মিসবাউন্ড নামের জগতে চারটি ফ্যাকশন ছিল। এগুলো হচ্ছে- ফ্রিম্যান নামের ট্রাইব বা উপজাতি যারা পরিবেশকে সম্মান করে, পাইরেট যারা অন্যান্য ফ্যাকশনের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস চুরি-ডাকাতি করে দিনযাপন করে, কার্টেল নামের সম্পদ আহরণকারী দল এবং এম্পায়ার যাদের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। প্রাকৃতিক সম্পদ আহরণ করার জন্য এম্পায়ার মরিয়া হয়ে উঠবে এবং সব এলাকা চষে বেড়াবে। তারা বানাবে বিশাল বিশাল কিছু মেশিন, যা পরিবেশ তছনছ করে দিয়ে সবার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। চরমভাবে প্রাকৃতিক সম্পদের নিঃশেষ হওয়ার দশা দেখে রিটায়ার্ড গ্যাটলিং গিয়ার পাইলট ম্যাক্স ব্রাউলে আর চুপ থাকতে পারেন না। অন্যায়ভাবে সম্পদ লুটে নেয়া রোধ করার জন্য সে এবং তার দল নিয়ে যুদ্ধ ঘোষণা করেন এম্পায়ারের বিরুদ্ধে।


গেমটি স্ট্র্যাটেজি টাইপের মাল্টি-ডিরেকশনাল শুটিং গেম, যা অন্যান্য স্ট্র্যাটেজি গেমের মতো শুধু এক হাতে অর্থাৎ মাউস দিয়ে নিয়ন্ত্রণ করার মতো গেম নয়। এতে দু’হাতই দারুণ ব্যস্ত রাখতে হবে, কারণ গেমের বেশিরভাগ সময় অ্যাকশনে থাকতে হবে। কিবোর্ড দিয়ে স্টিমপাঙ্ক মেক্স বা গ্যাটলিং গিয়ারের স্টিয়ারিং কন্ট্রোল এবং মাউস দিয়ে ফায়ার ও রোটেশনের কাজ করতে হবে। মারকাট ধরনের অ্যাকশন রাখা হয়েছে গেমে। চোখের সামনে যা কিছু পড়বে সবকিছুই ধূলিসাৎ করে দিতে হবে। কারণ যত বেশি ধ্বংস করা যাবে তত বেশি পয়েন্ট। এসব পয়েন্ট গ্যাটলিং গিয়ার বা যুদ্ধযান আপগ্রেড করার কাজে ব্যবহার করা যাবে। গ্যাটলিং গিয়ারগুলো নিয়ে ধ্বংস করতে হবে এম্পায়ারের রোবট, যানবাহন ও বিশালাকার যুদ্ধযান ইত্যাদি।


গেমটি চালানোর জন্য ইন্টেল কোর টু ডুয়ো ১.৮ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যাবম, পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড ২৫৬ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (ন্যূনতম এটিআই রাডেওন এক্স১৩০০ বা এনভিডিয়া জিফোর্স ৭৬০০) এবং ২ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস। গেমের গ্রাফিক্স ও শব্দশৈলী এককথায় চমৎকার।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।