https://powerinai.com/

নতুন করে আমরা আর আবেদন নিচ্ছি না। কোথায়, কী সংখ্যা আছে এগুলো দেখা হবে। একটা নীতিমালা তৈরি করা হবে

আপাতত আর নয় আইএসপি লাইসেন্স: বিটিআরসি

আপাতত আর নয় আইএসপি লাইসেন্স: বিটিআরসি আপাতত আর নয় আইএসপি লাইসেন্স: বিটিআরসি
 
বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) আপাতত নতুন করে কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স দিবে না বলে ঘোষণা দিয়েছে। এ জন্য প্রত্যাশী কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্সের জন্য আবেদন না করার অনুরোধ জানিয়েছে তারা। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত বিটিআরসি আইএসপি লাইসেন্স দেবে না বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল রোববার এক নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিটিআরসির আইএসপিপ্রত্যাশী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্সপ্রাপ্তির লক্ষ্যে কমিশন বরাবর আবেদন করা থেকে বিরত থাকাতে বলা হয়েছে।

সুব্রত রায় মৈত্র সংস্থাটির ভাইস চেয়ারম্যান, তিনি বলেন 'নতুন করে আমরা আর আবেদন নিচ্ছি না। কোথায়, কী সংখ্যা আছে এগুলো দেখা হবে। একটা নীতিমালা তৈরি করা হবে। '

বিটিআরসির হিসাবে দেখা যাচ্ছে দেশে ১ কোটি ১১ লাখের বেশি আইএসপি ও পিএসটিএন সংযোগ রয়েছে। অন্যদিকে মুঠোফোন ইন্টারনেট ব্যবহার করেন ১২ কোটি ৬০ লাখের মতো গ্রাহক। একজন মানুষ সর্বশেষ ৯০ দিনের মধ্যে একবার ইন্টারনেট ব্যবহার করলেই তাকে গ্রাহক হিসেবে ধরা হয়।

ইমদাদুল হক বলেন, দেশে প্রচুর আইএসপি প্রতিষ্ঠান আছে। এক জায়গায় অনেক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার চেয়ে চাহিদা ও এলাকাভিত্তিক জনসংখ্যা বিবেচনা করা উচিত। যাতে গ্রাহক মানসম্মত সেবা পান।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।