https://gocon.live/

যে কেউ আইসিটি বিভাগ পরিচালিত ‘digitalhaat.gov.bd’ ওয়েবসাইট থেকে কেনা-বেচা করতে পারবেন

এক ক্লিকে হাট থেকে হাতে, ঘরে বসেই কেনা যাবে কোরবানির পশু

এক ক্লিকে হাট থেকে হাতে, ঘরে বসেই কেনা যাবে কোরবানির পশু এক ক্লিকে হাট থেকে হাতে, ঘরে বসেই কেনা যাবে কোরবানির পশু
 


নিত্যপ্রয়োজনীয়সহ নানা পন্য ঘরে বসে অনলাইন থেকা কেনা এখন দেশের মানুষের কাছে পরিচিত। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠেছেন অনেকেই। বিশেষ করে গেল বছরগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এর সাথে এখন যুক্ত হয়েছে কোরবানির পশু কেনাও। গেলবারের মত এবারও অনলাইনে কোরবানির পশুর হাট বসতে যাচ্ছে।উল্লেখ্য ২০১৫ সাল থেকেই অনলাইনে শুরু হয়েছে কোরবানীর পশু কেনাবেচা।

সরকারের এটুআই প্রকল্পের একশপ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ডিজিটাল হাটের অংশীদার হিসেবে কাজ করছে।  যে কেউ আইসিটি বিভাগ পরিচালিত ‘digitalhaat.gov.bd’ ওয়েবসাইট থেকে কেনা-বেচা করতে পারবেন। এবারের ডিজিটাল হাটে ই-ক্যাব ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন অনুমোদিত খামারিরা পশু বিক্রি করতে পারবেন। এ ছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমোদিত বিক্রেতারাও পশু বিক্রি করতে পারবেন।

জানা যায়, ডিজিটাল হাটে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের পশু সরাসরি কেনার সুযোগ করে দিচ্ছে ই-কমার্স সাইটগুলো। এবারের কোরবানির জন্য ইতোমধ্যে বেসরকারি উদ্যোগের ডিজিটাল হাটগুলো প্রস্তুত হয়েছে। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম তাদের সাইটে পশুর ছবি, বর্ণনা দিয়ে প্রচারণাও শুরু করেছেন। খামারি, কৃষকরাও ফেসবুকসহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিক্রির জন্য তুলে ধরছেন তাদের গরু, ছাগল, ভেড়াসহ কোরবানির পশু।

কোরবানির পশু বিক্রি করে এমন প্রতিষ্ঠানেগুলোর মধ্যে যারা কোরবানির গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ বিক্রি করবে তারা হলোঃ-

• বিক্রয় ডটকম
• বেঙ্গল মিট
• ডিজিটাল হাট
• দারাজ গরুর হাট
• প্রিয়শপ
• দেশি গরু
• মাদল
• হেক্সা ট্রেডিং
• ই-বাজার
• অথবা ডটকম
• আজকের ডিল

 ২০১৫ সাল থেকেই অনলাইনে শুরু হয়েছে কোরবানীর পশু কেনাবেচা।  যে কেউ আইসিটি বিভাগ পরিচালিত ‘digitalhaat.gov.bd’ ওয়েবসাইট থেকে কেনা-বেচা করতে পারবেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।