গ্রামীণফোন ও টেলিটকের ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির চার ডাটা প্যাকেজের মেয়াদ এখন আনলিমিটেড। ডাটা কিনলে আর মেয়াদ ফুরিয়ে যাওয়ার চিন্তা নেই।
বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের) মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন।
তিনি বলেন, গ্রাহকদের স্বার্থ বিবেচনায় টেলিটক ও গ্রামীণফোন আজীবন মেয়াদের চারটি ডাটা প্যাকেজ চালু করাছে।
- গ্রামীণফোনের ডাটা প্যাকেজ দুটি হচ্ছে ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি।
- টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডাটা প্যাকেজ দুটি হচ্ছে ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি।
চলতি বছরের ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ দেয়। অন্যান্য অপারেটর এয়ারটেল, রবিও পর্যায়ক্রমে নতুন করে আজীবন মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে। আজীবন মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া ও নির্দেশিকা নুসরণ করা হবে।
০ টি মন্তব্য